শিরোনাম
বাঁশখালীতে রওজাতুল কুরআন হিফজ মাদ্রাসা ও আন নুর ইনস্টিটিউটের নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত শিক্ষার গুণগত মানে এগিয়ে কয়া গোলাহাট উচ্চ বিদ্যালয়, সৈয়দপুরে দৃষ্টান্ত স্থাপন চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী সমর্থনে উঠান বৈঠক স্থানীয় নেতারা নির্বাচনী কৌশল ও সমর্থন জোরদার করার ওপর গুরুত্বারোপ জিয়ার পরিবারের আস্থাভাজন ও বানিয়াচং আজমিরীগঞ্জের আগামীর রূপকার আহমেদ আলী মুকিব বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) ও তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স সম্পন্ন বদলগাছীর চৌরাস্তার মোড়ে যৌথবাহিনীর অভিযানে( ৮০০ পিচ)ট্যাপেনটাডোলবড়ি সহ দুই যুবক আটক। “তারেক জিয়া পরিষদ-সিরাজগঞ্জ” এর উদ্যোগে- সিরাজগঞ্জ- (২)আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি রাব্বি হোসেন গ্রেপ্তার সিরাজগঞ্জে শীতকালীন ফসল গম, সরিষা পেঁয়াজ সহ বোরো ধানের বীজতলা পরিদর্শন করেন – যুগ্মসচিব আবু হেনা মোঃ মোস্তফা কামাল বাঘা পৌরসভায় বিভিন্ন এলাকায় দাড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ আকতার উল ইসলাম এর স্মরণে শোক সভা অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৩৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

গক রবিবার,১৮ জানুয়ারী ২০২৬নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এর জুইস সেন্টারে সন্ধ্যা ৭টায় কক্ষপথ”৭১ নিউইয়ক ও প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ আকতার উল ইসলাম এর স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়। উক্ত শোক সভায় সভাপতিত্ব করেন প্রগ্রেসিভ ফোরামের সাবেক সভাপতি বীর মুক্তিযোব্ধা খোরশেদ উল ইসলাম ও সঞ্চালনা করেন কক্ষপথ”৭১ নিউইয়কের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিয়া এইচ জাকির। সভার শুরুতে প্রয়াত অ্যাডভোকেট শেখ আকতার উল ইসলামের সন্মানে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

স্বাগত বক্তব্য প্রদান করেন প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ এর সাধারন সম্পাদক জাকির হোসেন বাচ্চু ও কক্ষপথ-৭১ নিউইয়ক এর সদস্য সচিব অ্যাডভোকেট জয়জিত আচার্য্য। শোক সভায় বীর মুক্তিযোব্ধা,আইনজীবী,সাংবাদিক,ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোক সভায় অতিথি হিসাবে বীর মুক্তিযোব্ধা ইসমাইল আনসারী, বাংলাদেশ ল’সোসাইটি ইউএসএ এর সভাপতি বীর মুক্তিযোব্ধা অ্যাডভোকেট এম.মতিউর রহমান,সিনিয়র সাংবাদিক ও কক্ষপথ-৭১ নিউইয়কের উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন,বাংলাদেশ ল’সোসাইটি ইউএসএ সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, বাংলাদেশ ল’সোসাইটি ইউএসএ সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল, উদীচীর সাধারন সম্পাদক কল্লোল দাস, মহিলা পরিষদের সাধারন সম্পাদক সুলেখা পাল, বাংলাদেশ ল’সোসাইটি ইউএসএ সাবেক যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুর রহমান, প্রগ্রেসিভ ফোরামের যুগ্ম সম্পাদক আলিম উদ্দিন,ডা: আজিজুল হক,ভিক্ট্রর এলাহী লিয়াকত,ড.ওবায়েদ উল্ল্যাহ মামুন,কালফুম খন্দগীর,এম.এ করিম জাহাঙ্গীর, প্রয়াত শেখ আখতার উল ইসলাম এর ছোট ভাই শেখ আতিকুল ইসলাম, আল আমিন বাবু, সাংবাদিক উত্তম কুমার সাহাপ্রমুখ।

শোক সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’সোসাইটি ইউএসএ কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাহবুব আলম,মুনমুন সাহা,সাংবাদিক সোহেল চৌধুরী ও মুজহারুল ইসলাম চৌধুরী মুছা ।

বক্তারা তাহাদের বক্তব্যে প্রয়াত অ্যাডভোকেট শেখ আকতার উল ইসলামের বিভিন্ন স্মৃতির প্রতি শ্রব্ধা ও তার সাংগঠনিক কর্মকান্ডের জন্য তিনি সকলের নিকট অক্ষয় হয়ে থাকবেন,জাতীরএই বীর মুক্তিযোব্ধা ও সিনিয়র আইনজীবী হিসাবে দেশ ও সমাজের জন্য অনেক অবদান চীর স্মরণীয় হয়ে থাকবেন। শোক সভায় প্রয়াত শেখ আকতার উল ইসলামের জন্য দোয়া পরিচালনা করেন ইমাম কাইয়ুম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর