শিরোনাম
শিক্ষার গুণগত মানে এগিয়ে কয়া গোলাহাট উচ্চ বিদ্যালয়, সৈয়দপুরে দৃষ্টান্ত স্থাপন চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী সমর্থনে উঠান বৈঠক স্থানীয় নেতারা নির্বাচনী কৌশল ও সমর্থন জোরদার করার ওপর গুরুত্বারোপ জিয়ার পরিবারের আস্থাভাজন ও বানিয়াচং আজমিরীগঞ্জের আগামীর রূপকার আহমেদ আলী মুকিব বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) ও তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স সম্পন্ন বদলগাছীর চৌরাস্তার মোড়ে যৌথবাহিনীর অভিযানে( ৮০০ পিচ)ট্যাপেনটাডোলবড়ি সহ দুই যুবক আটক। “তারেক জিয়া পরিষদ-সিরাজগঞ্জ” এর উদ্যোগে- সিরাজগঞ্জ- (২)আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি রাব্বি হোসেন গ্রেপ্তার সিরাজগঞ্জে শীতকালীন ফসল গম, সরিষা পেঁয়াজ সহ বোরো ধানের বীজতলা পরিদর্শন করেন – যুগ্মসচিব আবু হেনা মোঃ মোস্তফা কামাল বাঘা পৌরসভায় বিভিন্ন এলাকায় দাড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠশ্রেণীর প্রথম নবীন-বরণ নতুন ভর্তিকৃত ৩৬০জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

চট্টগ্রাম বিভাগ ছাড়িয়ে বৈশ্বিক বিস্তার—এসএসসি ’৯১ ব্যাচ এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে

প্রতিবেদকের নাম / ৯২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

বিশেষ সংবাদদাতাঃ

চট্টগ্রাম বিভাগের এসএসসি ’৯১ ব্যাচের ৮৮০০ (চলমান) সদস্যের বিশাল পরিবার গতকাল পারকি বীচের লুসাই পার্কে আয়োজিত চড়ুইভাতি উৎসবে এক অসাধারণ মহামিলনমেলায় পরিণত হয়েছে। শুধু একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়—এ যেন তিন দশকের বন্ধুত্ব, স্মৃতি এবং মানবিক বন্ধনে গড়ে ওঠা এক সামাজিক শক্তির মহাসমাবেশ।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সাধারণ পরিষদের সভাপতি নূর উদ্দিন জাহেদের সভাপতিত্বে এবং মানবিক পরিষদের সভাপতি লায়ন মোহাম্মদ আনোয়ারুল আজিম চৌধুরীর সঞ্চালনায়।পুরো আয়োজনজুড়ে ছিল সুসংগঠিত সার্বিক সমন্বয়—যা ৯১ ব্যাচের সংগঠিত শক্তির প্রমাণ বহন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রিয়েটর ও এডমিন প্যানেল প্রধান মোহাম্মদ আনিছুল চৌধুরী। তিনি সংগঠনের তিন দশকের যাত্রা, মানবিক কার্যক্রম এবং আগামীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

এছাড়াও উপদেষ্টা পরিষদের বিশিষ্ট সদস্যগণ —হিল্লোল বিশ্বাস, আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু, এড. তৈয়ব ইব্রাহিম, শরফ উদ্দিন চৌধুরী বাহার, এড. তাহমিনা সুলতানা, রায়হান ফকির, মাহবুব আলম, শফিকুর রহমান চৌধুরী, তুষার কান্তি রায়, শফিউল আলম, শেখ ফরিদ, আশরাফ সেলিম, এড. মোঃ তারেক, জসিম উদ্দিন, সাইফুদ্দিন, মোঃ মোরশেদ কামাল, প্রদীপ চৌধুরী, রুপম রায়, রবিউল হোসেন চৌধুরী, সরোয়ার আলম, আলহাজ্ব শফিক উদ্দিন আহমেদ, মাষ্টার সেলিম—উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন।

সাধারণ পরিষদ, মানবিক পরিষদ এবং এডমিন প্যানেলের একতাবদ্ধ ঘোষণা,সাধারণ পরিষদের সাধারণ সম্পাদক আবদুল আলীম,মানবিক পরিষদের সাধারণ সম্পাদক তৈয়ব তাহের,সহ-সভাপতি আইরিন মনীষা,এবং সহ-সভাপতি ও এডমিন সদস্য এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) তাদের বক্তব্যে সংগঠনের উন্নয়ন, মানবিক উদ্যোগ এবং বৃহত্তর সাংগঠনিক লক্ষ্যের ওপর আলোকপাত করেন।

এডমিন প্যানেলের সক্রিয় সদস্যগণসহ বিভিন্ন উপকমিটির প্রতিনিধিরা এক বাক্যে স্বীকার করেন—এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগ আজ শুধু একটি ব্যাচ নয়;এটি একটি শক্তিশালী সামাজিক প্ল্যাটফর্ম।দেশজুড়ে ও প্রবাসীদের অংশগ্রহণ—৯১ ব্যাচের বৈশ্বিক পরিচয় অনুষ্ঠানে শুধু চট্টগ্রাম বিভাগের নয়—দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৯১ ব্যাচের বন্ধু–বান্ধবীরাও অংশ নেন।

সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো—বর্তমানে সংগঠনের ৮৮০০ সদস্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী সদস্যরাও সম্মিলিতভাবে এই প্ল্যাটফর্মকে আরও বৈশ্বিক পরিসরে বিস্তারের প্রস্তাব দেন। সবাই হাত তুলে একসঙ্গে সম্মতি দেন— এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের সংগঠন সামনে আরও বৃহৎ রূপে, আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত হবে।

দিনব্যাপী অনুষ্ঠানজুড়ে ছিল নাচ,গান,গেমস এবং প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা। বক্তাদের বক্তব্যে বহুজন স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়ে পড়েন—স্কুলজীবনের সেই সোনালি দিন, বন্ধুত্ব, ক্লাসরুম, মাঠ—সব যেন আবার ফিরে আসে। সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যাক্তি ও গ্রুপকে স্মারক সম্মাননা প্রদান করা হয়। এরপর জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা লুসাই পার্ককে রঙিন করে তোলে।

অনুষ্ঠানের সভাপতি নূর উদ্দিন জাহেদ সমাপনী বক্তব্যে বলেন—“এসএসসি ’৯১ ব্যাচের ঐক্য, মানবিকতা ও ভালোবাসাই এই বিশাল প্ল্যাটফর্মের শক্তি। আগামী দিনে আমরা আরও বৃহৎ আয়োজন ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে চাই।”এবং এই ঘোষণা উপস্থিত হাজারো সদস্যের করতালিতে সমর্থন পায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর