কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সামিরা আজিম দোলা লাকসামের দৌলতগঞ্জ বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন। সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এ গণসংযোগে বিপুল সংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
সামিরা আজিম দোলা সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম–এর কন্যা। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসায় গণসংযোগের পরিবেশ ছিল উৎসবমুখর।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সামিরা আজিম দোলা বলেন,
“আমি কোনো শখে নয়, বরং নিরুপায় হয়েই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছি। জনগণের অধিকার, ন্যায্যতা ও এলাকার উন্নয়নের কথা ভেবেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।”
তিনি আরও বলেন, লাকসাম–মনোহরগঞ্জ এলাকার সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনই তার প্রধান শক্তি। জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এই এলাকার উন্নয়ন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য।
গণসংযোগে অংশগ্রহণকারী সাধারণ মানুষ আশা প্রকাশ করেন, সামিরা আজিম দোলা নির্বাচিত হলে লাকসাম–মনোহরগঞ্জ এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।