
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সামিরা আজিম দোলা লাকসামের দৌলতগঞ্জ বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন। সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এ গণসংযোগে বিপুল সংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
সামিরা আজিম দোলা সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম–এর কন্যা। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসায় গণসংযোগের পরিবেশ ছিল উৎসবমুখর।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সামিরা আজিম দোলা বলেন,
“আমি কোনো শখে নয়, বরং নিরুপায় হয়েই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছি। জনগণের অধিকার, ন্যায্যতা ও এলাকার উন্নয়নের কথা ভেবেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।”
তিনি আরও বলেন, লাকসাম–মনোহরগঞ্জ এলাকার সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনই তার প্রধান শক্তি। জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এই এলাকার উন্নয়ন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য।
গণসংযোগে অংশগ্রহণকারী সাধারণ মানুষ আশা প্রকাশ করেন, সামিরা আজিম দোলা নির্বাচিত হলে লাকসাম–মনোহরগঞ্জ এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩