শিরোনাম
বাঁশখালী ঋষিধামে আধ্যাত্মিক মিলনমেলা আন্তর্জাতিক ঋষি সম্মেলনে মানবতা, অদ্বৈত দর্শন ও নৈতিকতার আহ্বান রাজশাহী-০৬ আসনে নির্বাচনী প্রচারণায় অধ্যক্ষ নাজমুল হক নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাহিরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে জাঁকজমকপূর্ণ ‘জব ফেয়ার ও সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

বৃহস্পতিবার ১ জানুয়ারি শপথ নেবেন জোহরান মামদানি – স্মরণকালের বৃহত্তম পার্টির ঘোষণা

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ / ১০২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

ধারণা করা হচ্ছে নিউইয়র্ক সিটির ইতিহাসে সর্ববৃহৎ শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার,১ জানুয়ারি ২০২৬॥নতুন মেয়র হিসাবে শপথ গ্রহণ করবেন ৪ নভেম্বর বিপুল ভোটে নির্বাচিত দক্ষিণ এশীয় বংশোদ্ভুত ইমিগ্রান্ট জোহরান মামদানি। তাঁকে শপথ গ্রহণ করাবেন নিউইয়র্ক স্টেটের এটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং সিনেটর বার্নি স্যান্ডার্স।

নতুন বছরের সূচনালগ্নে মধ্যরাতে শপথ বাক্য পাঠ করাবেন এটর্নি জেনারেল। আর অনুষ্ঠানে সিটি হলের সামনে শপথ বাক্য পাঠ করাবেন সিনেটর স্যান্ডার্স।
মেয়র—ইলেক্ট জোহরান মামদানির প্রেস অফিস থেকে বলা হয়েছে যেহেতু জোহরানের নির্বাচনী শ্লোগান ছিল ‘নিউ এরা’ বা নতুন যুগ, তাই শপথ গ্রহণ অনুষ্ঠানকে বলা হয়েছে ‘ওহধঁমঁৎধঃরড়হ ড়ভ ঘবি ঊৎধ’— অর্থাৎ নতুন যুগের উদ্বোধন। এই অনুষ্ঠান কেবল সিটি হলের সামনের বিশাল ওপেন স্পেসে হবে না, হবে ব্রডওয়ে রাস্তা জুড়ে যাতে হাজার হাজার নিউইয়র্কবাসী এই ব্লকপার্টিতে যোগ দিতে পারেন।

অতীতে এই শপথ অনুষ্ঠান হয়েছে ৪,০০০ আমন্ত্রিত অতিথির জন্য সিটি হল প্লাজায়। এ বছরই প্রথম উক্ত ৪,০০০ আমন্ত্রিত অতিথি ছাড়াও যোগ দিতে পারবেন হাজার হাজার মানুষ। সিনেটর বার্নি স্যান্ডার্স এ প্রসঙ্গে বলেন, নিউইয়র্ক সিটির ভবিষ্যত ধারণ করে এর জনগণ, বিলিয়নায়াররা নয়। আমি জোহরান মামদানিকে শপথ গ্রহণ করাতে পারলে নিজেতে সম্মানিত মনে করব। মেয়র—ইলেক্ট বলেন, আমাদের এটর্নি জেনারেল নিউইয়র্ক সিটিকে বারবার রক্ষা করেছেন। আর সিনেটর বার্নি আমাকে ছাতার মত ছায়া দিয়ে যাচ্ছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ।খবর আইবিএননিউজ ।

নিউইয়র্ক টাইমস লিখছে, মেয়র—ইলেক্ট জোহরানের নির্বাচনে প্রায় ১০০,০০০ স্বেচ্ছাসেবী সিটিজুড়ে প্রচারণা চালিয়েছে। তারা সহ সকল ভোটদাতা, সমর্থক তার শক্তি। ট্রানজিশন টিমের সদস্যরা জানিয়েছেন, এই ভলান্টিয়াররা সশরীরে তাদের প্রিয় প্রার্থীর শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চায়।
মেয়র—ইলেক্ট জোহরান মামদানির উদ্ধৃতির বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলছে, এই শপথ অনুষ্ঠান বা নতুন মেয়রের উদ্বোধনী প্রকৃতপক্ষে একটি মুভমেন্টের উদযাপন।

আমাদের যাবতীয় এজেন্ডার মূলে রয়েছে নিউইয়র্ক সিটির শ্রমজীবী মানুষ। আমি সিটি হলের এই শুভলগ্নে তাদেরকে পাশে চাই।
২০২২ সালে প্রথমে ঠিক হয়েছিল নতুন মেয়র এরিক এডামস শপথ নেবেন তার নিজস্ব বরো ব্রুকলীনের কিংস থিয়েটারে। কিন্তু পরে তা বাতিল করা হয়। তার পরিবর্তে তিনি শপথ নেন নতুন বছরের বলড্রপের পর টাইমস স্কয়ারে। তার আগের দুই মেয়র মাইকেল ব্লুমবার্গ এবং বিল ডি ব্লাজিও শপথ নেন সিটি হলের সামনের সিঁড়িতে।

মেয়র ইলেক্টের প্রেস অফিস জানিয়েছে, ১ জানুয়ারির শপথ অনুষ্ঠানে থাকবে ইন্টারফেইথ পর্ব এবং মিউজিকেল প্রোগ্রাম। অনুষ্ঠানে মেয়র এরিক এডামসের উপস্থিত থাকার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
নতুন মেয়রের উদ্বোধনী কমিটিতে দুইজন বাংলাদেশীকে অন্তভুর্ক্ত করা হয়েছে। তারা হলেন নিহত পুলিশ অফিসার দিদারুল ইসলামের ভাই এটিএম কামরুল হাসান এবং বাংলাদেশী আমেরিকার এডভোকেসি গ্রুপের সভাপতি জয়নাল আবেদিন।
স্বাগত নতুন মেয়র জোহরান মামদানি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর