মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সল্লল্লাহ আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ডিগ্রীপাড়া আহমদিয়া নেছারিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেক্স’র তিন দিন ব্যাপী সালানা জলসা অত্র কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পীরে ত্বরিকৃত মুফতি মুহম্মদ নেছার উদ্দিন মুনিরী আল-ক্বাদেরী”র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সালানা জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ রফিক উদ্দিন বাবুল ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক, সিজলিং গ্রুপ অব কোম্পানিজ, খুলশী, চট্টগ্রাম ফাউন্ডার ভাইস প্রেসিডেন্ট, চিটাগাং খুলশী ক্লাব লিমিটেড, চট্টগ্রাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শায়খুল হাদিস হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহীম আল-ক্বাদেরী।
শায়খুল হাদিস অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ জয়নুল আবেদিন জুবাইর।
মুফতি-এ-আজম অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ অসিউর রহমান আল-ক্বাদেরী।
শায়খুল হাদিস হযরতুলহাজ্ব আল্লামা কাজী মুহাম্মদ মুঈনুদ্দীন আশরাফী।
শায়খুল হাদিস হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহীম হানাফি।
আছার্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা পীরে তরিকৃত হযরতুলহাজ্ব আল্লামা আবুল কাশেম নূরী।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল-ক্বাদেরী।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা হাসান রেজা আল-ক্বাদেরী।
হযরতুল আল্লামা মুহাদ্দিস শহিদুল হক হোসাইনি, অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ রেজা নক্সবন্ধি,
আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ জসিম উদ্দিন। আল্লামা মোহাম্মদ ওয়াহিদুর রহমান আল-কাদেরী।
মাওলানা মুহাম্মদ আব্দুল হক আলকাদেরী
আল্লামা সাঈদুল হক সাঈদ কাজেমী
মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন অনোয়ারী,
মাওলানা মুহাম্মদ নুরুল আলম কাদেরী,
মোহাম্মদ এনাম রেজা আল-কুাদেরী,
মাওদামা মাহমুদুল হক আল-কাদেরী
ব্যবস্থাপনায়: ডিগ্রীপাড়া আহমদিয়া নেছারিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেক্সস্থ “ফয়জে শোহাদায়ে কারবালা কমিটি বাংলাদেশ”
মাহফিল শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।