বহ্নিশিখা সঙ্গীত নিকেতন এর উদ্যোগে আজ শুক্রবার,২৬ ডিসেম্বর ২০২৫,৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করবে ।এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে ।খবর আইবিএননিউজ ।
নিউইয়র্কের বাংগালি এলাক হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসেলজুইস সেন্টারে বিকাল সাডে ৫টায় সুচনা করা হবে ।অনুষ্ঠানের সুচনা করা হবে ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউইয়র্ক ষ্টেট এ্যাসেলীম্যান ষ্টিবেন রাগা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেন্ট বারনাবাস হাসপতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ প্রভাত চন্দ্য দাস ও বিশিষ্ট চিকিৎসক ও বীর মুক্তিযোদ্ধা ডাঃচৌধুবী সারওয়ারুল হাসান ।বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হবে ।এতে সকল প্রবাসীদের সাদরে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের সভাপতি ও সংগিত শিল্পী ড.সবিতা দাস ।