যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপন করেছে মদীনাতুল উলুম কুদ্দুসিয়া বালক-বালিকা তাহফীজুল কুরআন কমপ্লেক্স। দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালীর আয়োজন করা হয়।
সকাল দশটায় প্রতিষ্ঠান প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিজয় র্যালীতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা হাতে নিয়ে দেশপ্রেমমূলক বিভিন্ন স্লোগানের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে তুলে ধরেন। র্যালীটি আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রতিষ্ঠানে এসে শেষ হয়।
অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ কারী শফিকুল ইসলাম। তিনি বলেন,
“বিজয়ের সূর্য যেমন লাল-সবুজের পতাকায় মিশে আছে, তেমনি বিজয়ের চেতনা আমাদের সত্তা ও আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, নৈতিকতা ও ইসলামী আদর্শের সমন্বয় ঘটানো আমাদের মূল লক্ষ্য।”
এ সময় তিনি প্রতিষ্ঠানটির আগামী কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, আগামী ২০ তারিখ প্রতিষ্ঠানে একটি বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। উক্ত বার্ষিক সভা শেষে নতুন শিক্ষাবর্ষের জন্য বালক ও বালিকা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।
তিনি আরও বলেন, কুরআনের হিফজের পাশাপাশি আদর্শ চরিত্র গঠন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে মদীনাতুল উলুম কুদ্দুসিয়া তাহফীজুল কুরআন কমপ্লেক্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, আসন্ন ভর্তি কার্যক্রমে আগ্রহী অভিভাবকদের বার্তা সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।