শিরোনাম
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাহিরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে জাঁকজমকপূর্ণ ‘জব ফেয়ার ও সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত সিংগাইরে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকদের নামে মিথ্যা মামলা। সেনাবাহিনী’র উদ্যোগে- কাজিপুরে গরীব, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ চট্টগ্রাম প্রেস ক্লাবে দৈনিক চট্টগ্রামের কণ্ঠ ও চ্যানেল ১০ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গণভোটে ‘হ্যাঁ’ ভোটে দুঃশাসনের অবসান: ১১ দলীয় ঐক্যের বিজয়ে রিকশা প্রতীকে ভোট চান মামুনুল হক বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের পাশে বিএনপি
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন।

রুহুল আমিন,জেলা প্রতিনিধি মানিকগঞ্জ। / ৮৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

রুহুল আমিন,জেলা প্রতিনিধি মানিকগঞ্জ।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার–এর নেতৃত্বে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় এক মিনিট নীরবতা পালন ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার।
সভাপতির বক্তব্যে খায়রুন্নাহার বলেন, স্বাধীনতার প্রাক্কালে পরিকল্পিতভাবে দেশের মেধাবী শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিকসহ বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ—এ কথা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা জরুরি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান খান বিবেক,সিংগাইর থানার ইন্সপেক্টর তদন্ত স্বপন কুমার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সাজেদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল ছালেক এবং বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান আখি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্মমভাবে শহীদ হওয়া দেশের শ্রেষ্ঠ সন্তানদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর