রুহুল আমিন,মানিকগঞ্জঃ
যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর থেকেই উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটির কর্মসূচি শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুনাহারের নির্দেশনায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে উপজেলা বিএনপির দুটি গ্রুপ, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে শ্রদ্ধা জানান। এছাড়াও সিংগাইর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
এদিকে বিজয় দিবসের কর্মসূচি চলাকালে জামায়াতে ইসলামীর একটি মিছিল জয়মন্টপ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মুখোমুখি হলে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ টিটুর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী স্লোগান দিতে থাকেন। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে সিংগাইরে মহান বিজয় দিবস উদযাপন সম্পন্ন হয়।