শারমিন আরা
ঝিনাইদহ জেলা প্রতিনিধি:-
গত শনিবার ১৩ ডিসেম্বর ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬–২০২৭ মেয়াদের জন্য সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
সকল পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
এতে অভিজ্ঞ ও পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত নতুন নেতৃত্ব ঝিনাইদহ প্রেসক্লাবের দায়িত্বভার গ্রহণ করেন।
ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ
নির্বাচন প্রদর্শন করতে আসেন, এবং সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি তার মতামত ব্যক্ত করেন ,তিনি আরো বলেন রাষ্ট্রের পক্ষ থেকে সাংবাদিকদের সবসময় সকল সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে, ভবিষ্যতেও দেওয়া হবে, এসময় তিনি সত্য তথ্য তুলে ধরার আহ্বান করেন সাংবাদিকবৃন্দদেরকে, এবং সুষ্ঠ ধরার সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি ,উক্ত নির্বাচনে ঘোষিত ফলাফল অনুযায়ী, প্রেসক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আসিফ ইকবাল মাখন।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এম. রবিউল ইসলাম রবি। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম লিটন এবং সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সাদ্দাম হোসেন।
এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন
রাজিব হাসান।
অন্যান্য পদে নির্বাচিতরা
হলেন—
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ কামরুজ্জামান লিটন,
ক্রীড়া সম্পাদক: খাইরুল ইসলাম নিরব,
তথ্য ও প্রযুক্তি সম্পাদক:
মোঃ সোহাগ আলী।
এছাড়াও কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
হয়েছেন—
আজাদ রহমান, মোঃ আব্দুল হাই, এম. রায়হান, নিজাম জোয়ারদার বাবলু,
এম. সাইফুল মাবুদ,
মিরাজ জামান রাজ ও
রফিকুল ইসলাম মন্টু।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত কমিটির সদস্যরা বলেন, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে ঝিনাইদহ প্রেসক্লাবের সুনাম ও মর্যাদা আরও সুদৃঢ় করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কল্যাণমূলক কর্মকাণ্ড জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ঝিনাইদহের সাংবাদিক সমাজ আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত এই কমিটির নেতৃত্বে ঝিনাইদহ প্রেসক্লাব আরও সক্রিয়, শক্তিশালী ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে এগিয়ে যাবে এবং স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।