শিরোনাম
বাঁশখালী ঋষিধামে আধ্যাত্মিক মিলনমেলা আন্তর্জাতিক ঋষি সম্মেলনে মানবতা, অদ্বৈত দর্শন ও নৈতিকতার আহ্বান রাজশাহী-০৬ আসনে নির্বাচনী প্রচারণায় অধ্যক্ষ নাজমুল হক নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাহিরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে জাঁকজমকপূর্ণ ‘জব ফেয়ার ও সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-৪ আসনে এড. নুরুল ইসলাম নুরুল ও সুনামগঞ্জ-২ আসনে নাছির উদ্দিন চৌধুরীকে ধানের শীষের প্রার্থী ঘোষনা

প্রতিবেদকের নাম / ৩১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ আমির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কর্তৃক সুনামগঞ্জ ৫টি আসনের মধ্যে ৩টি আসনের প্রার্থীতা ঘোষনা করা হলেও প্রায় একমাস পর আজকে সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসনে এই দুটি আসনে ধানের শীষের প্রার্থীতা ঘোষনা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে এবং সুনামগঞ্জ-২( দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নেতা নাছির উদ্দিন চৌধুরীর নাম ঘোষনা করা হয়েছে। বিএনপি কর্তৃক সারাদেশে প্রার্থীরা ঘোষনা করা হলেও সুনামগঞ্জের এই দুটি আসন নিয়ে ছিল কর্মী সমর্থক ও ভোটারদের মধ্যে নানান আলোচনা ও সমালোচনা কে হবেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুটি আসনে ধানের শীষের প্রার্থী। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সুনামগঞ্জ-৪ আসনে এ্যাড. নুরুল ইসলাম নুরুল ও সুনামগঞ্জ-২ আসনে নাছির উদ্দিন চৌধুরীকে ধানের শীষের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলে এই দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু বলেন,বিএনরি র্দূদিনে এড. নুরুল ইসলাম নুরুল হামলা,মামলা ও হুলিয়া উপেক্ষা করেও তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে রাজপথে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন। নুরুল ইসলাম নুরুলকে সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী করায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দেকে ধন্যবাদ জানান। তিনি মনে করেন দলের স্বার্থে এবং এই আসনটি দলকে উপহার দিতে সুনামগঞ্জ এই আসনে যারা অন্য প্রার্থী বা কর্মী সমর্থকরা ছিলেন সকল ভেদাভেদ ভূলে গিয়ে কেন্দ্র যেহেতু নুরুল ইসলাম নুরুল ভাইকে প্রার্থীতা ঘোষনা করেছেন তাই সকল মান অভিমান ভূলে গিয়ে দল ও দেশের স্বার্থে সবাই মিলেমিশে নুরুল ভাইকে বিজয়ী করতে সকলের প্রতি তিনি এই আহবান জানান।

এ ব্যাপারে দিরাই উপজেলা বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও চরনারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রতন কুমার তালুকদার প্রথমেই বিএনপির চেয়ারপার্সন ও তিনবারেসাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দেশবাসির কাছে দোয়া চান। তিনি বলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামীদিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা হিসেবে যারা র্দূদিনে বিগত ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের আমলে রাজপথে থেকে লড়াই সংগ্রাম করেছেন সেই নেতা নাছির উদ্দিন চৌধুরী এবং জেলা বিএনপির সাবেক সফল সাধারন সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষের প্রার্থী করায় অভিনন্দন জানান। তিনি বলেন সুনামগঞ্জের এই পাচঁটি আসনে বিএনপির সকল ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে সুনামগঞ্জ জেলায় সকল জিয়ার সৈনিকদের ভূল বোঝাবুঝি দূরীকরণের মাধ্যমে কাদেঁ কাঁদ মিলিয়ে আসুন আমরা সবাই মিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই পাচঁটি আসনের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই এমন প্রত্যাশার কথা জানান তিনি।

এ ব্যাপারে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুল তিনি প্রথমেই দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দেশবাসির নিকট দোয়া প্রার্থনা করেন। তাকে ধানের শীষের প্রার্থী ঘোষনা করায় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করে তিনি সদর ও বিশ^ম্ভরপুর আসনের সকল ধর্মবর্ণের ভোটার ও সাধারন মানুষের প্রতি ও কৃতঞ্জা প্রকাশ করেন। পাশাপাশি এই আসনে যারা ধানের শীষের প্রার্থী হওয়ার জন্য দীর্ঘদিন দলের কর্মী সমর্থকদের নিয়ে মাঠে ছিলেন তাদের প্রতিকৃতঞ্জা প্রকাশ করে সকল ভেদাভেদ ভূলে গিয়ে আমরা সবাই জিয়ার আদর্শের সৈনিক হিসেবে আসুন সবাই মিলেমিশে বিএনপির প্রতিক ধানের শীষকে বিজয়ী করার আহবান জানান। তিনি মনে করেন বৃহত্তম রাজনৈতিক দলে হিসেবে এই বিএনপিতে প্রতিযোগতা থাকাটা স্বাভাবিক। তবে ঘুরেফিরে আমরা সকলেই জিয়ার আদর্শের সৈনিক। তিনি সুনামগঞ্জ এই আসনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক সকলের প্রতি কৃতঞ্জা প্রকাশ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে একসাথে কাঁদে কাঁদ মিলিয়ে ধানের শীষকে বিজয় করার আহবান জানান।ৎ

এ ব্যাপারে সুনামগঞ্জ-২(দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা নাছির উদ্দিন চৌধুরী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দিরাই শাল্লার নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারনের প্রতি কৃতঞ্জা প্রকাশ করেন। তিনি আরো বলেন এটাই হচ্ছে আমার জীবনের শেষ নির্বাচন তাই এই দুই উপজেলার সর্বস্তরের জনসাধারনকে ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর