
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে-একটি দল ভোটারদের বিভ্রান্ত করার জন্য বলে বেড়াচ্ছে—তাদের মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। অর্থাৎ তারা এখন প্রকাশ্যেই বেহেশতের টিকিট বিক্রি করছে। তারা ধর্মের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে।
তিনি আরও বলেন, “আমি একজন মুসলমান হিসেবে যতটুকু জানি, কোরআন-হাদিসের কোথাও লেখা নেই–অমুক প্রতীকে ভোট দিলে বেহেশত নিশ্চিত। কোথাও শুনিনি কোনো নির্দিষ্ট মার্কায় ভোট দিলে সওয়াব পাওয়া যাবে। এসব সম্পূর্ণ মিথ্যাচার ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি।” বেহেশত, দোজখ এর মালিক আল্লাহ তায়ালা।–
-সাবেকমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি আরও বলেন, ধর্মকে ব্যবহার করে, মিথ্যা কথা বলে কিছু সহজ-সরল মা-বোনদের কেও বুঝিয়ে ভোট আদায়ের অপচেষ্টা জনগণ কখনোই মেনে নেবে না।
দেশের সচেতন মানুষ এখন সব বুঝে গেছে। এসব মিথ্যাচারের উপযুক্ত জবাব আগামী ১২ ফেব্রুয়ারিতে ভোটারগণ, জনগণ ধানেরশীষ মার্কায় ভোট দিয়ে বুঝিয়ে দেবেন। ৭১-র রাজাকার, আলবদর, আলসামসদের অত্যাচার, খুন, ধর্ষণের ঘটনার ইতিহাস কেউ ভূলেনি।
তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন। এখানে ধর্মের নামে ভয় দেখিয়ে নয়, উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রশ্নে ভোট হবে।”
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১২টা হতে সন্ধ্যা পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়নের ব্রহ্মখোলা- নিয়ামতপুর, হরিণাহাটা, আলোকদিয়া মাদ্রাসা, ডুমুর গোলামী, খাগা সহ বিভিন্ন স্থানে পথসভা, নারীসমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বিকেল ৩ টায় সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড ( ডুমুর গোলামী) তে এক মতবিনিময় সভা অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন। এ মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রেজাউর রহমান ফিরোজ এবং অনুষ্ঠান পরিচালনা করেন, বহুলী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী।
এসময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ শামীম খান, জেলা বিএনপির উপদেষ্টা এস.এম.সোহেল মাহমুদ রঞ্জু, বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ, জেলা জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলামিন খান, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সিরাজ, “তারেক জিয়া পরিষদ- সিরাজগঞ্জের সভাপতি মোঃ আল- মামুন (মামুন), সদর থানা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন ভূঁইয়া রোকন প্রমুখ।
এসময়ে – বহুলী ইউনিয়ন বিএনপি’র ৪নং ওয়াডের সভাপতি মোঃ বায়োজিদ সেখ, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহিম সরকার, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ তোজাম্মেল হক মিয়া, ৬ নং ওয়ার্ড বিএনপির মোঃ ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম সহ অন্যান্য ওয়ার্ড নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, নারী-পুরুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।