আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের সমর্থনে তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা আয়োজন করা হয়।
(২৮ জানুয়ারি) বুধবার সকাল ১২টার দিকে ৯নং ওয়ার্ডের মন্দিয়াতা হাটখোলা বাজার মাঠে এই সভাটি অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোশাহিদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা কৃষকদল নেতা ফেরদৌস আলম, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী, উপজেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব মো. খসরুল আলম, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম, বর্তমান সভাপতি মো. মোশাহিদ আলী, সাধারণ সম্পাদক হাজী মো. আব্দুস সামাদ মুন্সি, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন তালুকদার, ইউনিয়ন বিএনপি নেতা আলী আমজদ, এবং সদস্য সিজিল মিয়া,৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো.বাবুল মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের নেতা মো. কবির আহমদ সহ অন্যান্য বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল, কৃষকদল এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল বলেন, ১২ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে আপনারা আমার জন্য আরও একটু কষ্ট করুন। আমি সারাজীবন আপনাদের জন্য কাজ করে যাবো। ১৮ কোটি মানুষের অভিভাবক তারেক রহমানকে সুনামগঞ্জ-১ আসনটি বিপুল ভোটে জয়ী করাতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনাদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
যদি আমি এমপি হই, তাহলে আমার প্রথম কাজ হবে কৃষিখাতে উন্নয়ন, মায়েদের জন্য ফ্যামেলি কার্ডের ব্যবস্থা, সুচিকিৎসার মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থা এবং উন্নত রাস্তা-ঘাট নির্মাণ।’