চট্টগ্রামের বাঁশখালী পালেগ্রামে অবস্থিত শাহ মজিদিয়া রশিদিয়া আহমদ নজির ইসলামী কমপ্লেক্স দ্বারা পরিচালিত রওজাতুল কুরআন হিফজ মাদ্রাসা ও আন নুর ইনস্টিটিউট-এর নতুন ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদেমে শরিয়ত ও তরিকত হযরতুলহাজ্ব শাহ সুফি মাওলানা আহমদ নজির ছাহেব (ম.জ.আ.)—প্রতিষ্ঠাতা শাহ মজিদিয়া রশিদিয়া আহমদ নজির ইসলামী কমপ্লেক্স।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরতুলহাজ্ব শাহ সুফি মাওলানা আব্দুল হালিম রশিদি ছাহেব (ম.জি.আ.)—পীর ছাহেব সাতবাড়িয়া ও খলিফা গারাংগিয়া দরবার শরীফ। তিনি তাঁর বক্তব্যে কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং নবীন শিক্ষার্থীদের দ্বীনি ইলম অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরতুলহাজ্ব মাওলানা সরোয়ার কামাল আজিজী ছাহেব—খলিফা সাতবাড়িয়া দরবার শরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ তৈয়ব ফারুকী সাহেব—অধ্যক্ষ, আহমদিয়া ডলম পীর সিনিয়র মাদ্রাসা, গুনাগরী, বাঁশখালী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হযরতুলহাজ্ব শাহজাদা মাওলানা মাহমুদুল হাসান সাহেব—শাহ বারীয়া মাদ্রাসা, বাঁশখালী, হযরত মাওলানা ইউসুফ ফারুকী সাহেব,হযরত মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন সাহেব; মাওলানা হারুনুর রশিদ নুরী সাহেব; বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ জনাব মাস্টার আমিনুল ইসলাম সাহেব; মাওলানা আজগর হোসেন সাহেব এবং সাতকানিয়া কাজীর জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মামুন সাহেব, অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তাগণ তাঁদের বক্তব্যে বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শ মানব গঠনে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁরা নতুন শিক্ষার্থীদের জন্য দোয়া করেন এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান সমাপ্ত হয়।