
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত
চট্টগ্রাম,২৭ জানুয়ারি ২০২৬:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহকে সমর্থন জানাতে আজ শান্তিনগর উদয়ন স্কুল (মহিলা কেন্দ্র)-এ একটি বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক নেতারা উপস্থিত থেকে প্রার্থীকে সমর্থন জানানো ছাড়াও স্থানীয় ভোটারদের সচেতন ও সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানান।
উঠান বৈঠকের সভাপতিত্ব করেন আয়োজক শান্তিনগর উদয়ন স্কুল (মহিলা কেন্দ্র)-এর আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রুবেল।প্রধান অতিথি ছিলেন আমিন শিল্পাঅঞ্চল ৪৩নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এডভোকেট এফ এ সেলিম,এবং প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড বিএনপি কমিটির সন্মানিত আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল বাতেন।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৩নং আমিন শিল্পাঅঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুল ইসলাম মনু,ও ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান।এছাড়া চট্টগ্রাম মহানগর কৃষক দলের যুগ্ন আহ্বায়ক শাহআলম এবং স্থানীয় যুবদল নেতারা,থানা যুবদল নেতা শাহদাত হোসেন ও আনিসুল ইসলাম,এবং আরও অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে আসাদুজ্জামান রুবেল বলেন,এবারের নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের জনগণ এমন প্রার্থীকে নির্বাচিত করবেন,যিনি স্থানীয় মানুষের কল্যাণ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।আমরা সকল রাজনৈতিক কার্যক্রমে স্বচ্ছতা ও জনকল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহ গণমানুষের আস্থা অর্জন করেছেন এবং তিনি এ অঞ্চলের উন্নয়নে নিরলস কাজ করবেন।
প্রধান অতিথি এডভোকেট এফ এ সেলিম বলেন, নির্বাচনে অংশগ্রহণ শুধুমাত্র ভোট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়।জনগণকে সচেতনভাবে অংশগ্রহণ করতে হবে। আমরা চাই নির্বাচনের পুরো প্রক্রিয়া ন্যায়নিষ্ঠ ও স্বচ্ছ হোক।চট্টগ্রাম-৮ এর জনগণ ভোটের মাধ্যমে নিজেদের দাবিকে সুস্পষ্টভাবে উপস্থাপন করবে।
প্রধান বক্তা আব্দুল বাতেন বক্তব্যে বলেন,এবারের নির্বাচনে প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ।স্থানীয় জনগণকে সচেতন করা আমাদের মূল দায়িত্ব।এলাকার সব শ্রেণি-পেশার মানুষকে নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানাচ্ছি।প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহ এই এলাকার মানুষের আশা ও চাহিদা বাস্তবায়নে কাজ করবেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন আক্তারুজ্জামান শাকিল, জাহাঙ্গীর আলম,রাজন রহমান,ভুট্টু মাতাব্বর, শাখাওয়াত হোসেন সানি,আব্দুল জব্বার,মহিবুল্লাহ সহ আরও অনেকে।তারা সকলেই প্রার্থীকে সমর্থন জানিয়ে এলাকার সাধারণ মানুষকে ভোটে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করেন।
অনুষ্ঠানে বক্তারা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে এলাকার গুরুত্বপূর্ণ সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন।এছাড়া ভোটারদের সচেতন থাকার, ভোটাধিকার প্রয়োগ করার এবং নির্বাচনের দিন শান্তিপূর্ণ আচরণের ওপর জোর দেওয়া হয়।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এ ধরনের উঠান বৈঠক ভোটারদের কাছে প্রার্থীকে আরও কাছে আনার একটি কার্যকর মাধ্যম। স্থানীয় নেতারা ব্যক্তিগত উপস্থিতির মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে প্রার্থীকে সমর্থনের বার্তা দেন।
বৈঠকের সমাপ্তিতে বক্তারা পুনরায় স্থানীয় জনগণকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “প্রত্যেক ভোট গুরুত্বপূর্ণ।শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীল হতে হবে।
এভাবে উঠান বৈঠকের মাধ্যমে চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহ-কে সমর্থন জানানো হয় এবং স্থানীয় নেতারা ভোটারদের মনোবল বৃদ্ধি ও অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন।
উক্ত অনুষ্ঠান থেকে এটি স্পষ্ট হয়ে ওঠে যে,এলাকার নেতৃবৃন্দ প্রার্থীকে সমর্থন জানাতে ও নির্বাচনী কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণে জোর দিয়েছেন।রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগণকে নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য এই উঠান বৈঠকের মূল উদ্দেশ্য ছিল।