নোয়াখালী জেলার চাটখিল থানার একটি অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ রাব্বি হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১১,
নারায়ণগঞ্জের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।র্যাব সূত্রে জানা যায়, ফেনী জেলার সদর থানার মামলা নম্বর-৫৩, তারিখ ২৭ জুলাই ২০২৫ ইং, ধারাঃ ৯(১)/৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর এজাহারনামীয় প্রধান আসামি মোঃ রাব্বি হোসেন নোয়াখালী জেলার চাটখিল থানার একটি এলাকায় আত্মগোপনে রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ২৬ জানুয়ারি ২০২৬ ইং রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে র্যাব-৭ ও র্যাব-১১ এর যৌথ আভিযানিক দল নোয়াখালী জেলার চাটখিল থানাধীন ৩নং পরকোট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব পরকোট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।গ্রেপ্তারকৃত আসামি মোঃ রাব্বি হোসেন (১৯) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার আলীপুর গ্রামের বাসিন্দা।
তার পিতার নাম জাফর আহম্মেদ।র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।