৪নং বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়নমূলক প্রকল্প কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন ৪নং বাহারছড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ ওমর সানী আকন।
পরিদর্শনকালে তিনি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহ ঘুরে দেখেন এবং কাজের গুণগত মান, সময়ানুবর্তিতা ও বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট ঠিকাদার, প্রকল্প বাস্তবায়নকারী ও ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন টিমে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মাবুদ, ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য ইব্রাহিমসহ অন্যান্য ইউপি সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ। তারা সবাই মিলিতভাবে বিভিন্ন ওয়ার্ডে চলমান রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, অবকাঠামোগত নির্মাণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য উন্নয়নমূলক কাজ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে সম্মানিত প্রশাসক জনাব মোঃ ওমর সানী আকন বলেন, সরকার ঘোষিত উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। কোনো ধরনের অনিয়ম বা গাফিলতির সুযোগ নেই। সকল প্রকল্প নির্ধারিত মান ও সময় অনুযায়ী সম্পন্ন করতে হবে। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় প্যানেল চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মাবুদ বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়নে ইউনিয়ন পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রশাসনের সরাসরি তদারকির ফলে উন্নয়ন প্রকল্পগুলোর মান ও গতি আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় ইউপি সদস্য ও নেতৃবৃন্দ পরিদর্শন টিমকে স্বাগত জানিয়ে বলেন, চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলো সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং যোগাযোগসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত হবে।
উল্লেখ্য, ৪নং বাহারছড়া ইউনিয়নে বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে সরকারের অর্থায়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।