মোঃ শরীফ আহমেদ স্টাফ রিপোর্টার:
ঈদগাহ মাঠের দ্বন্দ্ব নিয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেওড়া গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে ইদ্রিস আলী গোষ্ঠী ও ইউসুব আলী গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদগাহ মাঠে জায়গায় কিছু অংশ সরকারি খাস জায়গায় ইউসুব আলী গোষ্ঠীর লোকজন তাদের বাড়ির পাশে হওয়ায় তারা জোরপূর্বক দখলের চেষ্টা করে। এই জায়গাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। সেই পুরনো বিরোধের জের ধরে আজ দুপুরে সার্ভেয়ারের লোক জায়গায় মাপার জন্য আসলে আবারও উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। কোন পক্ষ থানায় এখনো অভিযোগ দেয়নি।