সুনামগঞ্জে র্যাবের বিশেষ অভিযানে শর্টগানের ২৫০ রাউন্ড গুলি সহ নরসিংদীর এক যুবক’কে আটক করেছে র্যাব। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আব্দুজ জহুর সেতু এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন আবু জাহের, তার বাড়ি নরসিংদী জেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের এএসপি কপিল দেবগাইন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকাল থেকেই আব্দুজ জহুর সেতু এলাকায় র্যাবের একটি দল নজরদারিতে ছিল। সন্দেহজনক একটি ট্রাক চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হলে একটি স্কুলব্যাগের ভেতর থেকে শর্টগানের ২৫০ পিস গুলি উদ্ধার করা হয়।
এ সময় একজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিকে র্যাব হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
র্যাব জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতা ও অবৈধ অস্ত্র পরিবহন রোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
— সট: এএসপি কপিল দেবগাইন