শিরোনাম
বাঁশখালীতে রওজাতুল কুরআন হিফজ মাদ্রাসা ও আন নুর ইনস্টিটিউটের নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত শিক্ষার গুণগত মানে এগিয়ে কয়া গোলাহাট উচ্চ বিদ্যালয়, সৈয়দপুরে দৃষ্টান্ত স্থাপন চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী সমর্থনে উঠান বৈঠক স্থানীয় নেতারা নির্বাচনী কৌশল ও সমর্থন জোরদার করার ওপর গুরুত্বারোপ জিয়ার পরিবারের আস্থাভাজন ও বানিয়াচং আজমিরীগঞ্জের আগামীর রূপকার আহমেদ আলী মুকিব বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) ও তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স সম্পন্ন বদলগাছীর চৌরাস্তার মোড়ে যৌথবাহিনীর অভিযানে( ৮০০ পিচ)ট্যাপেনটাডোলবড়ি সহ দুই যুবক আটক। “তারেক জিয়া পরিষদ-সিরাজগঞ্জ” এর উদ্যোগে- সিরাজগঞ্জ- (২)আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি রাব্বি হোসেন গ্রেপ্তার সিরাজগঞ্জে শীতকালীন ফসল গম, সরিষা পেঁয়াজ সহ বোরো ধানের বীজতলা পরিদর্শন করেন – যুগ্মসচিব আবু হেনা মোঃ মোস্তফা কামাল বাঘা পৌরসভায় বিভিন্ন এলাকায় দাড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

মাইজভাণ্ডার শরীফে আধ্যাত্মিক মিলনমেলা; ১০ই মাঘ ১২০তম ওরশ মোবারক

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

আনিছুর রহমান
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম।

চট্টগ্রামের ফটিকছড়ি ১০ই মাঘ। বিশ্ব অলি, গাউসুল আজম হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আহমদ উল্লাহ (কঃ) মাইজভাণ্ডারী (রঃ)-এর ১২০তম বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ির পবিত্র মাইজভাণ্ডার শরীফে শুরু হতে যাচ্ছে আধ্যাত্মিক মিলনমেলা। এই মহান ওরশ শরীফকে কেন্দ্র করে দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্ত ও আশেকানদের মাঝে বিরাজ করছে বিপুল উৎসাহ-উদ্দীপনা।

​প্রতি বছরের ন্যায় এবারও ১০ই মাঘকে কেন্দ্র করে মাইজভাণ্ডার শরীফে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ওরশ শরীফ উপলক্ষে দরবার এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ভক্তদের আসা-যাওয়া এবং অবস্থানের সুবিধার্থে আলোকসজ্জা, পানি ও স্যানিটেশনসহ সকল আনুষঙ্গিক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

​১২০তম এই পবিত্র ওরশ মোবারকের কর্মসূচিতে রয়েছে, ​কোরআন তেলাওয়াত ও খতমে গাউছিয়া, ভোরে পবিত্র কোরআন তেলাওয়াত ও জিকিরের মাধ্যমে দিবসের সূচনা।

​শানে মোস্তফা (সাঃ) ও শানে আউলিয়া: মহানবী (সাঃ) ও আউলিয়ায়ে কেরামদের শানে নাতে রাসুল ও জীবনীর ওপর আলোচনা। ​এবং মাইজভাণ্ডারী ঘরানার আধ্যাত্মিক সংগীতের বিশেষ আসর। গভীর রাতে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করবেন সাজ্জাদানশীনগণ।

​মাইজভাণ্ডারী ত্বরিকার মূল শিক্ষা হলো—মানবতা, সাম্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। ১২০তম এই ওরশে কোনো ভেদাভেদ ছাড়াই মানুষে মানুষে ভ্রাতৃত্বের এক অনন্য দৃশ্য দেখা যায়। এই আধ্যাত্মিক মিলনমেলা কেবল ধর্মীয় আচার নয়, বরং এটি আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক চেতনার এক সুশীতল ছায়া।

​ওরশ এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, “মাইজভাণ্ডারী ত্বরিকার প্রবর্তক হযরত কেবলা (কঃ)-এর প্রদর্শিত পথে মানুষকে শান্তি ও তরিকতের দাওয়াত দেয়াই এই ওরশের মূল উদ্দেশ্য।” আয়োজকরা সকল ভক্ত ও ধর্মপ্রাণ মানুষকে সুশৃঙ্খলভাবে এই ওরশে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।

১২০তম এই বার্ষিক ওরশ মোবারক সফল ও সার্থক হোক—এই কামনায় মুখরিত এখন মাইজভাণ্ডার শরীফ। জয় হোক মানবতার, জয় হোক আধ্যাত্মিক সুফিবাদের।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর