খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা সোনাডাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টারে দৈনিক আজকের কণ্ঠস্বর পত্রিকার প্রতিনিধি মফিজুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকল সদস্যদের কন্ঠ ভোটে মহিদুল ইসলাম শাহীন কে আহবায়ক ও নজরুল ইসলাম কে সদস্য সচিব ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্য হলেন যুগ্ম আহবায়ক মোঃ মনিরুজ্জামান,মনিরা বেগম,বরুর কান্তি মন্ডল,সদস্য যুবায়ের আলম ও শহিদুল ইসলামকে সদস্য
করে খুলনার সকল উপজেলা ও থানার ২/৩ জন করে সাংবাদিকদের সমন্বয়ে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা করেন। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পাওয়ার সোর্স গ্রুপের সিইও এবং প্রেসক্লাব উপদেষ্টা ইঞ্জিনিয়ার চন্দন সিনহা,
ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং প্রেসক্লাব উপদেষ্টা স ম হাফিজুল ইসলাম,সম্পাদক দৈনিক দিগন্তর ও প্রেসক্লাব উপদেষ্টা শাহবাজ জামান,খুলনা মেডিকেল মোড়ের চিশতি মিন্টু প্লাজার পরিচালক খন্দকার নাসির উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য যথাক্রমে নঈমুল আলম-দৌলতপুর (দৈনিক গনতন্ত্র ও দুুুর্নিতী রিপোর্ট),রাজিব হুমায়ূন রাজু- দাকোপ ( আজকের খবর ও চেয়ারম্যান বিডি নিউজ), বরুণ কান্তি মন্ডল- পাইকগাছা (বাংলাদেশের আলো ও খুলনার অর্থনীতি), গাজী যুবায়ের আলম- লবণচরা(গাজী টিভি),শাহ নেওয়াজ -খালিশপুর ( চেয়ারম্যান দুণিতী তালাশ),
ইমরান জামান কাজল- খালিশপুর (স্বদেশ টিভি),
গোলাম কিবরিয়া তুহিন- খালিশপুর (দৈনিক জাতীয় অর্থনীতি,জে এ টিভি ও
বাংলা চানেল ১৯),নিত্যানন্দ মহালদার -বটিয়াঘাটা (দৈনিক নাগরিক ভাবনা ও কেবি টিভি),এস এম জাকারিয়া ইসলাম – খুলনা সদর (ডন টিভি),মনির মোড়ল- দৌলতপুর (যশোর বার্তা),
মারুফা বেগম -( সংবাদ প্রতিদিন পত্রিকা),
সোহেল রানা-তেরখাদা (বাংলার চেতনা),শামীম আহমেদ -দিঘলিয়া (দৈনিক অনির্বাণ),মোঃ আসাদ গাজী -বটিয়াঘাটা (দৈনিক অপরাধ অনুসন্ধান) অমালেন্দু বিশ্বাস – হরিণটানা (দৈনিক অনির্বান),
মোঃ কওছার আলী -দৌলতপুর (দুর্নিতী রিপোর্ট),
মামুন মোল্লা -ফুলতলা
(দৈনিক প্রতিদিনের কাগজ),
সরদার সাইদী হাসান বাবু -খালিশপুর ( দুর্নিতী তালাশ),
মোঃ মাসুম বিল্লাহ – ভান্ডারকোট ( মুভি বাংলা টিভি),মোঃ আতিকুর গোলদার -ডুমুরিয়া (দৈনিক মানবাধিকার প্রতিদিন),
মনিরা বেগম- হরিণটানা (খুলনার কন্ঠ),মোঃ আবু সুফিয়ান বিশ্বাস-বটিয়াঘাটা ( সম্পাদক বিএমসি টিভি),
কামরুল ইসলাম -তেরখাদা ( রুপলী বাংলা টিভি),শহিদুল ইসলাম -দিঘলিয়া, (সময়ের খবর),মোঃ মাহফুজুর রহমান- বটিয়াঘাটা (আজকের জনকথা ব্যুরো প্রধান খুলনা বিভাগ),মোঃ রিপন ফকির- খানজাহান আলী থানা ( বাংলার দুত),মোঃ রোমেল বটিয়াঘাটা ( ফাস্ট নিউজ) আরিফুজ্জামান নয়ন _ ডুমুরিয়া (দৈনিক খুলনাঞ্চল),
মো: বদরুজ্জামান থাকী – লবণচরা ( দৈনিক ভোরের চেতনা),অজিত কুমার রায় – বটিয়াঘাটা ( দৈনিক অপরাধ অনুসন্ধান),মোঃ সবুজ খান- খুলনা সদর ( দুর্নিতী রিপোর্ট),
সাব্বির আহমেদ -রুপসা
( দৈনিক বাংলার সংবাদ),
মোঃ সেলিম মৃধা – সোনাডাঙ্গা (প্রাইভেট ডিটেকটিভ),
তমরিশ বিশ্বাস -পাইকগাছা (খুলনার অর্থনীতি),মোঃ রানা মোল্লা – দিঘলিয়া ( দৈনিক বিজয় ),মোঃ মুনজুর আলম আকুঞ্জি – রুপসা (দৈনিক ফলাফল),মোঃ সেলিম রেজা- ডুমুরিয়া (প্রভাত বাংলাদেশ),
মর্জিনা বেগম – খালিশপুর ( দক্ষিণাঞ্চল প্রতিদিন),বাবু অধিকারী- দৌলতপুর (মানবাধিকার প্রতিদিন),
আল আমিন -খুলনা ( বাংলার চেতনা),মোঃ রফিকুল ইসলাম টুকু – সোনাডাঙ্গা (২৪ ঘন্টা),
আবির হোসাইন – কয়রা
(সংবাদ সারাবেলা),ইরানী পারভীন -খান জাহান আলী থানা,এস এম শামীম
-দিঘলিয়া (ভয়েজ অব টাইগার ও ডেইলি পোস্ট),
মোঃ খায়রুজ্জামান মঈন
-দাকোপ ( বিডি নিউজ),মোঃ আসাদুজ্জামান বটিয়াঘাটা ( দৈনিক পুর্বাঞ্চল),
মোঃ রিপন হোসেন – খান জাহান আলী থানা (দৈনিক বাংলার দূত),সোহেল রানা তাজ- দিঘলিয়া (রুপসী বাংলা টিভি) প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত মাধ্যমে শুরু হয়। পরক্ষণে অতিথিদে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান হয়। এরপর মতবিনিময় সভা শেষে প্রীতি ভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।