জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক
/ ১২
বার নিউজটি পড়া হয়েছে
আপডেট :
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
নিউজটি শেয়ার করুন
মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে প্রায় ১৯ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু, মদ ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ২২ ও ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে দিন ও রাতব্যাপী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাতা এলাকা, ঝিনাইগাতী উপজেলার গোমড়া এলাকা এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া ও অন্যান্য সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ বেটনোভেট ক্রীম, নেভিয়া সফট ক্রীম, পন্ডস ফেসওয়াশ, বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম, জনসন বেবি লোশন, ভারতীয় জিরা, চারটি ভারতীয় গরু এবং ভারতীয় নিষিদ্ধ ৪৮ বোতল মদ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ৬৫ হাজার টাকা।
এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছেন। তিনি আরও বলেন, চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।