পুকুরিয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিএনপির ঐতিহাসিক গণমিছিল ও পথসভা গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে ঐক্যবদ্ধ তৃণমূল
জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক
/ ৩০
বার নিউজটি পড়া হয়েছে
আপডেট :
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
নিউজটি শেয়ার করুন
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে এবং জনপ্রিয় নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা-র সমর্থনে এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পুরো এলাকাজুড়ে ব্যাপক উদ্দীপনা ও রাজনৈতিক সাড়া সৃষ্টি করে। পুকুরিয়া ইউনিয়ন বিএনপির সক্রিয় নেতৃত্ব ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই গণমিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
মিছিলজুড়ে ধানের শীষের পক্ষে স্লোগান, দলীয় পতাকা ও ব্যানারে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। গণমিছিলের নেতৃত্ব দেন পুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আজিম, বিএনপি নেতা মঈনুল হক চৌধুরী পলাশ এবং বাঁশখালী কোর্টের এডিশনাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বোরহান উদ্দিন মাতব্বর নূরী।
পথসভায় বক্তারা বলেন, “বিএনপি জনগণের দল—তৃণমূলের এই গণজোয়ার তারই প্রমাণ। দেশের গণতন্ত্র আজ সংকটে, আর সেই গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র ভরসা ধানের শীষ।” তাঁরা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে হবে।
বক্তারা পুকুরিয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, তা আসন্ন যেকোনো নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এই গণমিছিল ও পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— মোহাম্মাদ তৌহিদুল আলম, ইয়াছিন আরফাত চৌধুরী শাওন পুকুরিয়া ছাত্রদল নেতা, সরফুর উদ্দীন চৌধুরী, ওমর ফারুক, বেলাল হোসেন, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ জিয়াউর রহমান, মোহাম্মদ জিসান ও মোহাম্মদ সায়েম, মোহাম্মদ হোছাইন, মোহাম্মদ সাহাদত।
নেতাকর্মীরা বলেন, পুকুরিয়া ইউনিয়নের সাধারণ মানুষ বিএনপির নেতৃত্বের ওপর আস্থা রাখছে। জনগণের এই ভালোবাসা ও সমর্থনই ধানের শীষকে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। গণমিছিল ও পথসভা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। স্থানীয় নেতাকর্মীদের মতে, এই কর্মসূচির মাধ্যমে পুকুরিয়া ইউনিয়নে বিএনপির সাংগঠনিক ভিত আরও মজবুত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে দলীয় কার্যক্রম নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে।
বক্তারা আগামী দিনে আরও বৃহৎ পরিসরে গণসংযোগ, উঠান বৈঠক ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বিএনপিকে বিজয়ী করার আন্দোলন জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।