
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে বিপুল ভোটে বিজয়ী হওয়ায়- বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনতার মেয়রখ্যাত মোঃ সাইদুর রহমান বাচ্চু’কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রানঢালা সংবর্ধনা প্রদান করে “দরগাহ রোড ও আরশীনগর সোসাইটি”র আয়োজনে –
বৃহস্পতিবার (২২ জানুয়ারি-২০২৬খ্রি.) রাত ৮টায় সিরাজগঞ্জ শহরের দরগাহ রোড এলাকায় এই সংবর্ধনা, মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি’র বক্তব্যে মোঃ সাইদুর রহমান বাচ্চু প্রথমেই বিএনপি’র সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। তিনি স্মৃতিচারণ করে বলেন, অসুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়া নিজে তার বাসায় এসে সান্ত্বনা দিয়েছিলেন এবং বলেছিলেন—একদিন দেশের অগ্রগতিতে তাদের ভূমিকা থাকবে। এ সময় তিনি তার লেখা একটি কবিতা অডিও রেকর্ডের মাধ্যমে উপস্থিত সবার সামনে উপস্থাপন করেন।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময় হামলা-মামলার কারণে আত্মগোপনে থাকাকালীন দরগাহ রোড ও আরশীনগর এলাকার মানুষ তাকে নিজেদের বাড়িতে আশ্রয় দিয়েছেন। এজন্য তিনি এলাকার জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এই এলাকার মানুষের যেকোনো সমস্যা বা প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।
এ সময়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ভিপি মো. শামীম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, জেলা আইনজীবী সমিতি’র সভাপতি , জেলা জজ কোর্টের পিপি- অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার), অ্যাডভোকেট কর্ণেল, এনডিপি’র এনজিওর নির্বাহী পরিচালক, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন খান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক জুয়েলরানা, সাইদুর রহমান বাচ্চু এর সহধর্মিণী তানজিলা রহমান পাখি, সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ বার্তার সম্পাদক মোঃ আব্দুল হামিদ হীরা,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলামিন খান, বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক ও জাসাস জেলা আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ-আল-মাহমুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন, বাসিন্দাদের অনেক উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, সৎ ও নিষ্ঠাবান একজন কৃতি সন্তান হিসেবে সাইদুর রহমান বাচ্চুকে সংবর্ধনা দিতে পেরে তারা গর্বিত এবং ভবিষ্যতে তার পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-খ্রি. এর গোল্ড মেডেলপ্রাপ্ত শিল্পী অনুরাধা দত্ত ঐশী, প্রীতি ইসলামসহ জেলার বিশিষ্ট শিল্পীরা।