সিরাজগঞ্জে এসবি রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়ে “সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে” শীর্ষক কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন “-২০২৬খ্রি. করা হয়। এ অনুষ্ঠানে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে স্মারক সন্মাননা প্রদান করা হয়।
এস.বি.রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজে আয়োজনে,
বুধবার (২১জানুয়ারি) সকাল ১১টায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানে উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী, ছায়ানীড়-উপদেষ্টা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান।
সংবর্ধিত অতিথি- ছাড়ানীড় পৃষ্ঠপোষক, প্রকৌশলী মোঃ রুম্মানউজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, এসবি রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম। এসময়ে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।