মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে ২২ জানুয়ারি বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসা ও সেবনের অপরাধে ৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়ছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম রাসেল। আদালত ঝিনাইগাতী উপজেলার নয়াগাঁও এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মেবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অপরাধে পশ্চিম ঝিনাইগাতীর দেলোয়ার হোসেনের ছেলে মোঃ শাকিল (৩৮) ও জহুরুল ইসলাম পিতা শরাফত আলী এই ২ জনকে ১বছর করে বিনা শ্রম কারাদণ্ড ৫০০ টাকা করে অর্থ দন্ড, মোঃ রাব্বি ( ১৪ ) পিতা খাদেম আলী গ্রাম নোয়াগাঁও ঝিনাইগাতী ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থ দন্ড, জসিম ( ২৮ ) পিতা শাহ্ আলম ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ২০০ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়ছে বলে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম রাসেল প্রতিনিধিকে জানান।
বার্তা প্রেরক: মিজানুর রহমান, শেরপুর।