বাঁশখালীর কালীপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আশরাফ হোসাইন চৌধুরী রাজ্জাক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হক, সাবেক ছাত্রদল নেতা সাইদুল হক সাঈদ, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক দিদারুল আলম, কে এম জামাল উদ্দিন, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সোয়াইবুল ইসলাম কায়েস, বিএনপি নেতা আজিজুল হক, সাবেক ইউপি সদস্য মোজাহের আহমদ, বিএনপি নেতা আহমদ জামাল, বিএনপি নেতা শাহনেওয়াজ চৌধুরী, বিএনপি নেতা আমানুল্লাহ এবং কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব রবিউল হোসেন শাপলা।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা নবাব হোসেন, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, ইসলামুল হক মাসুদ, নাজমুল হোসাইন সোহেল, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, আবু ছালেক, মেম্বার ফিরোজ তালুকদার, বিএনপি নেতা মাহমুদুল ইসলাম, চট্টগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য বাহাদুর আলম, শাহেদুল ইসলাম, চৌধুরী হাসান, যুবদল নেতা নুরুল্লাহ, গিয়াস উদ্দিন, জাহেদ, ফরহাদ, মামুন, কায়সার, ওহিদুল ইসলাম, মোঃ করিম, আহমুদু ও মোঃ সুমন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীপুর ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব রফিক আহমদ, মোঃ কাসেম, নুরুল মোস্তফা, মোঃ মিজান, ছাত্রদল নেতা মোঃ তারেক, মোঃ ফয়েজ, আমির হোসেন মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সভা শেষে দলীয় কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।