উল্লাপাড়ায় আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাদকাসক্ত মুক্ত শিক্ষাঙ্গনে তথা সমাজবিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে সুশীল সমাজের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক
/ ৩২
বার নিউজটি পড়া হয়েছে
আপডেট :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
নিউজটি শেয়ার করুন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের “উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়”এ- “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন”, ” নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজগড়ি”- এ শ্লোগান নিয়ে- মাদকাসক্ত মুক্ত শিক্ষাঙ্গনে তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে সুশীল সমাজের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সিরাজগঞ্জ এর আয়োজন, বুধবার (২১জানুয়ারী-২০২৬ খ্রি:) সকাল ১১ টায় উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জে-উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার এ,টি, এম আরিফ।
মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ কাদের বিশ্বাস। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজদার হোসেন।
এসময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উল্লাপাড়ায় আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।