বুলবুল আহম্মেদ বুলু/বদলগাছী (নওগাঁ)প্রতিনিধিঃ

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহায়তায় গণসাক্ষরতা অভিযান এবং বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত শিক্ষা সুরক্ষা: নির্বাচিত গ্রামীণ এলাকায় কমিউনিটি-
নেতৃত্বাধীন শিক্ষা উন্নয়নে উদ্যোগে প্রকল্পের আওতায় নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের প্রকল্পভুক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শীতের পোশাক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ২১ জানুয়ারি বুধবার দুপুরে মিঠাপুর ইউনিয়নের মিঠাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে রুকনপুর, মিঠাপুর এবং সাগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির ৩০০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও সোয়েটার বিতরণ করা হয়।
এছাড়াও মিঠাপুর উচ্চ বিদ্যালয় ও ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ের সপ্তম থেকে নবম শ্রেণির ছাত্রীদের মাঝে সোয়েটার প্রদান করা হয়।
এছাড়াও ইউনিয়নের ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে ডিজিটাল লাইব্রেরি স্থাপনের লক্ষ্যে ল্যাপটপ বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের প্রযুক্তি-ভিত্তিক শেখার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ,বদলগাছী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ আমিরুল ইসলম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শফিউল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শফিউল ইসলাম বক্তব্যে বলেন, গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলে শিক্ষার্থী ধরে রাখা আজ বড় চ্যালেঞ্জ। শিক্ষা সুরক্ষার মতো কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে, ঝরে পড়া রোধে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সময়োপযোগী ও কার্যকর ভূমিকা রাখবে। শিক্ষা শুধু বিদ্যালয়ের একক দায়িত্ব নয় এখানে পরিবার, জনপ্রতিনিধি ও কমিউনিটির সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুর ইউনিয়নের কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ। এসময় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন মিঠাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বেলায়েত হোসেন পিন্টু। তিনি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে সহায়ক এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন,
শিক্ষা সুরক্ষা প্রকল্প ইউনিয়ন পর্যায়ে শিক্ষা সুরক্ষায় কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করেছে। এই উদ্যোগ স্থানীয়ভাবে শিক্ষা বিষয়ে জবাবদিহিতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এ সময় গণসাক্ষরতা অভিযানের উপ পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, মিঠাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর মহিউদ্দীন আলমগীর ও মো: মামুনুর রশীদ, প্রকল্পভুক্ত মিঠাপুর ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দসহ শিক্ষা ও উন্নয়ন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিক্ষা সুরক্ষা প্রকল্পের আওতায় মিঠাপুর ইউনিয়নের ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য শিক্ষার্থী ঝরে পড়া রোধ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষা কার্যক্রমে কমিউনিটির অংশগ্রহণ আরও জোরদার করা।
তাং ২১-১-২৬
বুলবুল আহমেদ বুলু
বদলগাছী নওগাঁ প্রতিনিধি ।