শিরোনাম
বাঁশখালীতে রওজাতুল কুরআন হিফজ মাদ্রাসা ও আন নুর ইনস্টিটিউটের নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত শিক্ষার গুণগত মানে এগিয়ে কয়া গোলাহাট উচ্চ বিদ্যালয়, সৈয়দপুরে দৃষ্টান্ত স্থাপন চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী সমর্থনে উঠান বৈঠক স্থানীয় নেতারা নির্বাচনী কৌশল ও সমর্থন জোরদার করার ওপর গুরুত্বারোপ জিয়ার পরিবারের আস্থাভাজন ও বানিয়াচং আজমিরীগঞ্জের আগামীর রূপকার আহমেদ আলী মুকিব বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) ও তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স সম্পন্ন বদলগাছীর চৌরাস্তার মোড়ে যৌথবাহিনীর অভিযানে( ৮০০ পিচ)ট্যাপেনটাডোলবড়ি সহ দুই যুবক আটক। “তারেক জিয়া পরিষদ-সিরাজগঞ্জ” এর উদ্যোগে- সিরাজগঞ্জ- (২)আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি রাব্বি হোসেন গ্রেপ্তার সিরাজগঞ্জে শীতকালীন ফসল গম, সরিষা পেঁয়াজ সহ বোরো ধানের বীজতলা পরিদর্শন করেন – যুগ্মসচিব আবু হেনা মোঃ মোস্তফা কামাল বাঘা পৌরসভায় বিভিন্ন এলাকায় দাড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

বিদেশ শিক্ষার স্বপ্ন এবার হাতের মুঠোয়: চট্টগ্রামে যাত্রা শুরু করলো ইন্টারন্যাশেনাল আমেরিকান একাডেমি

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৫২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন আর কেবল কল্পনায় সীমাবদ্ধ নয়, বরং তা বাস্তবে রূপ দেওয়ার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ইন্টারন্যাশেনাল আমেরিকান একাডেমি। স্পোকেন ইংলিশ, আইইএলটিএস এবং স্টাডি অ্যাব্রড এই তিনটি গুরুত্বপূর্ণ খাতে আধুনিক ও সময়োপযোগী শিক্ষাব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার স্বপ্ন পূরণে কাজ করবে প্রতিষ্ঠানটি।

চট্টগ্রামের প্রাণকেন্দ্র পাচলাইশ থানাধীন জিইসি মোড় এলাকার এরিয়াল লিজেন্ড ভবনের ৯ম তলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে একাডেমিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে যাত্রার শুভ সূচনা করা হয়। আগামী ১ ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠানটিতে আনুষ্ঠানিকভাবে ক্লাস কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক নাজিম উদ্দিন শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর নিজাম আবাসিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহীন দিল নেওয়াজ খান সোহেল, লেখক ও সাংবাদিক শামসুন হক, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক এম হোসাইন উল আবেদিন, চট্টগ্রামের স্বাধীন বাংলার প্রথম দৈনিক আজাদী পত্রিকার ফিচার সম্পাদক প্রদীপ দেওয়ানজী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মিডিয়া কনসালটেন্ট ও দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার রানা নাহা সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে বিদেশে উচ্চশিক্ষা অর্জনের জন্য ভাষাগত দক্ষতা ও সঠিক গাইডলাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশেনাল আমেরিকান একাডেমি সেই প্রয়োজনকে সামনে রেখে পরিকল্পিত ও আধুনিক শিক্ষা কার্যক্রম হাতে নিয়েছে, যা শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষার সঙ্গে সংযুক্ত হতে সহায়ক ভূমিকা রাখবে। তারা নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন এবং চট্টগ্রামের শিক্ষাঙ্গনে এটি একটি ইতিবাচক সংযোজন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইন্টারন্যাশেনাল আমেরিকান একাডেমির কর্ণধার আমির মো. নিজাম উদ্দিন বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কথা চিন্তা করে আধুনিক ধ্যান-ধারণা ও আন্তর্জাতিক মানের কারিকুলাম নিয়ে আমাদের এই যাত্রা শুরু। স্পোকেন ইংলিশ, আইইএলটিএস এবং স্টাডি অ্যাব্রড বিষয়ে অভিজ্ঞ ও মানসম্মত শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বোচ্চ জ্ঞান ও দক্ষতা প্রদানই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারবো।”

তিনি আরও বলেন, একাডেমিটি শুধু কোচিং সেন্টার নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ভর্তি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভিসা প্রসেসিং এবং প্রি-ডিপারচার গাইডলাইন পর্যন্ত শিক্ষার্থীরা এখানে সমন্বিত সেবা পাবে।

উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, ইন্টারন্যাশেনাল আমেরিকান একাডেমির যাত্রার মাধ্যমে চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার পথ আরও সহজ ও বাস্তবমুখী হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর