শিরোনাম
বাঁশখালীতে রওজাতুল কুরআন হিফজ মাদ্রাসা ও আন নুর ইনস্টিটিউটের নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত শিক্ষার গুণগত মানে এগিয়ে কয়া গোলাহাট উচ্চ বিদ্যালয়, সৈয়দপুরে দৃষ্টান্ত স্থাপন চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী সমর্থনে উঠান বৈঠক স্থানীয় নেতারা নির্বাচনী কৌশল ও সমর্থন জোরদার করার ওপর গুরুত্বারোপ জিয়ার পরিবারের আস্থাভাজন ও বানিয়াচং আজমিরীগঞ্জের আগামীর রূপকার আহমেদ আলী মুকিব বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) ও তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স সম্পন্ন বদলগাছীর চৌরাস্তার মোড়ে যৌথবাহিনীর অভিযানে( ৮০০ পিচ)ট্যাপেনটাডোলবড়ি সহ দুই যুবক আটক। “তারেক জিয়া পরিষদ-সিরাজগঞ্জ” এর উদ্যোগে- সিরাজগঞ্জ- (২)আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি রাব্বি হোসেন গ্রেপ্তার সিরাজগঞ্জে শীতকালীন ফসল গম, সরিষা পেঁয়াজ সহ বোরো ধানের বীজতলা পরিদর্শন করেন – যুগ্মসচিব আবু হেনা মোঃ মোস্তফা কামাল বাঘা পৌরসভায় বিভিন্ন এলাকায় দাড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের তিন দশক উৎযাপন,‘মিট অ্যান্ড গ্রিট’ ও সম্মাননা প্রদান

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৫৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান কমিউনিটির রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক অগ্রযাত্রাকে আরও সুসংহত করার লক্ষ্যে নিউ আমেরিকান ইয়ুথ ফোরাম এবং নিউ আমেরিকান উইমেন’স ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হলো নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের তিন দশক উৎযাপনের এক বর্ণাঢ্য বার্ষিক ডিনার ও ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান।

 

গত রবিবার,১১ জানুয়ারী ২০২৬,সন্ধ্যা সাডে ৬টায় কুইন্সের উডসাইডে গুলশান টেরেসে আয়োজিত এ আয়োজনে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ, নির্বাচিত জনপ্রতিনিধি ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনদের মিলনমেলা বসে।খবর আইবিএননিউজ।

অনুষ্ঠানের শুরুতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী আলভান চৌধুরী। উপস্থিত সবাই দাঁড়িয়ে দুই দেশের জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের সভাপতি নুসরাত আলম এবং নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের নবনির্বাচিত সভাপতি আহনাফ আলম। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও মুলধারার রাজনীতিক মোরশেদ আলম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইউএস কংগ্রেস মেম্বার গ্রেস মেং, নিউইয়র্ক স্টেট সিনেটর লি রয় কমরি ও জন ল্যু, অ্যাসেম্বলি মেম্বার জেসিকা গঞ্জালেস রোহাস, স্টিভেন রাগা ও ক্যাটালিনা ক্রুজ, নিউইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার লিন্ডা লি, সান্ড্রা উং ও শেখর কৃষ্ণান, নিউজার্সির ফ্র্যাঙ্কলিন টাউনশিপের ডেপুটি মেয়র ও কাউন্সিল মেম্বার শিপা উদ্দিনসহ মূলধারার বহু রাজনৈতিক নেতা।

 

পাশাপাশি বক্তব্য দেন মূলধারার লেবার লিডার রাজনীতিক মাফ মিবাহ উদ্দীন, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা ফাহাদ সোলায়মান, কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, ড. দিলীপ নাথ, রিপাবলিকান পার্টির নেতা নাসির আলী খান পল, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মেরাজ, স্টেট কমিটি মেম্বার জামিলা উদ্দীন, সাপ্তাহিক প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকনসহ আরও অনেকে।

 

বক্তারা যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের সম্পৃক্ততা বৃদ্ধিতে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা মোরশেদ আলমের ভূমিকা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, সংগঠিত রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমেই বাংলাদেশি আমেরিকান কমিউনিটি নিজেদের অধিকার ও অবস্থান আরও শক্তিশালী করতে পারবে। এ সময় বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও অর্থনৈতিক অবদানের ভূয়সী প্রশংসা করা হয়।

 

অনুষ্ঠানে সমাজ, রাজনীতি, ব্যবসা ও মানবসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন— নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস, অ্যাসেম্বলি মেম্বার জেসিকা গঞ্জালেস রোহাস, আয়েশা সিদ্দিকা নওরিন, বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু, মিয়া বাশার, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম, আমিন মেহেদী, সেলিনা শারমিন এবং বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইনকে। এছাড়া বিশেষ সার্টিফিকেট প্রদান করা হয় আহসান উদ্দিন (এহসান জুয়েল) এবং অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন অর্গানাইজেশন (আসো)কে।

 

অনুষ্ঠানে উপস্থিত হয়ে সমর্থন ও সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মোরশেদ আলম, সভাপতি আহনাফ আলম, নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের সভাপতি নুসরাত আলম, নিউ আমেরিকান উইমেন’স ফোরামের সভাপতি অ্যাডভোকেট রুবাইয়া রহমান, নির্বাহী উপদেষ্টা অধ্যাপিকা হুসনে আরা, কর্মকর্তা রাব্বি সৈয়দ, আনজাম সিদ্দিকী রাফি, জে মোল্লা সানি, জাপনিত সিং, ভাইস প্রেসিডেন্ট মুশরাত শাহীন অনুভা, শাহ ফারুকসহ আয়োজক নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য, এ আয়োজনে মূলধারার নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন, যা নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকানদের ঐক্য ও রাজনৈতিক সক্ষমতার শক্ত বার্তা বহন করে।শেষে সবাইকে নৈশভোজে আপ‍্যায়ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর