শিরোনাম
বাঁশখালী ঋষিধামে আধ্যাত্মিক মিলনমেলা আন্তর্জাতিক ঋষি সম্মেলনে মানবতা, অদ্বৈত দর্শন ও নৈতিকতার আহ্বান রাজশাহী-০৬ আসনে নির্বাচনী প্রচারণায় অধ্যক্ষ নাজমুল হক নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাহিরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে জাঁকজমকপূর্ণ ‘জব ফেয়ার ও সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

বাঁশখালীতে সিএনজি অটোরিকশা উল্টে যাত্রী নিহত এক, আহত একাধিক

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ২৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিটে বাঁশখালী থানাধীন ০১নং পুকুরিয়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ পশ্চিম নাটমুড়া পুরাতন ফেরীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় মোঃ সরোয়ারের বাড়ির প্রায় ১০০ গজ দক্ষিণে বাঁশখালী–চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে বাঁশখালীগামী একটি সিএনজি অটোরিকশা (নম্বর: চট্টগ্রাম-থ-১৫-১১৭৫, সাদিয়া তামান্না এক্স:২০) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটির সামনের গ্লাস ভেঙে যায়। এতে গাড়িতে থাকা যাত্রী আলী হোসেন (৪৭) গুরুতর আহত হন। তার মাথার পেছনে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহত আলী হোসেনের পিতা আমীর হামজা, মাতা আনোয়ারা বেগম। তার বাড়ি শেখেরখীল ইউনিয়নের ০৬নং ওয়ার্ডস্থ শেখেরখীল আলী বলীর বাড়ী এলাকায়, ডাকঘর নাপোড়া হাট, থানা বাঁশখালী, জেলা চট্টগ্রাম।

দুর্ঘটনায় আহত অন্যান্য যাত্রীদের স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে বাঁশখালীর রামদাস মুন্সির হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তপন কুমার বাকচী ও এসআই মোঃ মুরাদ হোসেন ও এ এস আই শরীফ হাসান সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে। নিহতের স্বজনদের বিষয়টি অবহিত করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পর থেকে সিএনজি চালক পলাতক রয়েছে। এ ঘটনায় সড়কে কোনো যানজট সৃষ্টি হয়নি এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর