তাড়াশে মোনহাপুর গ্ৰামে গভীর রাতে শ্যালো মেশিন চুরি ও পানির পাইপ ভাঙচুরের অভিযোগ
জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক
/ ৬১
বার নিউজটি পড়া হয়েছে
আপডেট :
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
নিউজটি শেয়ার করুন
আলহাজ সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গভীর নলকূপের তিনটি শ্যালো মেশিনের যন্ত্রাংশ খুলে নেওয়া, পানির পাইপ ভাঙচুর এবং একটি শ্যালো মেশিন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার মনোহরপুর গ্রামে দীর্ঘদিন ধরে রাস্তার উত্তর ও দক্ষিণ পাশের জমিতে সেচ কার্যক্রম পরিচালনার জন্য শ্যালো মেশিন স্থাপন করে পানি উত্তোলন করে আসছিলেন মো. জমসের মোল্লা (৬২), পিতা মৃত দলিল উদ্দিন মোল্লা; জয়নাল উদ্দিন মোল্লা (৫৫); আঃ জলিল (৩৫), পিতা জমসের মোল্লা; এবং মো. আশিকুর রহমান সেলিম (৩০), পিতা মৃত আঃ আজিজ তোতা। তারা সবাই মনোহরপুর গ্রামের বাসিন্দা।
প্রতিদিনের মতো গত ১৯ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে শ্যালো মেশিন বন্ধ করে কৃষকেরা নিজ নিজ বাড়িতে চলে যান। পরদিন ২০ জানুয়ারি সকাল আনুমানিক ৬টার দিকে জমিতে গিয়ে তারা দেখতে পান, শ্যালো মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ খুলে নেওয়া হয়েছে এবং একটি শ্যালো মেশিন সম্পূর্ণভাবে নিখোঁজ। একই সঙ্গে শ্যালো মেশিনের পানির পাইপ ভাঙচুরের স্পষ্ট চিহ্ন দেখা যায়।
ভুক্তভোগী কৃষকেরা অভিযোগ করে জানান, পূর্বশত্রুতার জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই ভাঙচুর ও চুরির ঘটনা ঘটিয়েছে। এতে এলাকার কৃষি সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং তারা উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এ বিষয়ে তাড়াশ থানার এএসআই লুৎফর রহমান বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অফিসার ইনচার্জ বর্তমানে প্রশিক্ষণে রয়েছেন। প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি ফিরে এলে বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে তাড়াশ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। পাশাপাশি তারা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।