শিরোনাম
বাঁশখালী ঋষিধামে আধ্যাত্মিক মিলনমেলা আন্তর্জাতিক ঋষি সম্মেলনে মানবতা, অদ্বৈত দর্শন ও নৈতিকতার আহ্বান রাজশাহী-০৬ আসনে নির্বাচনী প্রচারণায় অধ্যক্ষ নাজমুল হক নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাহিরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে জাঁকজমকপূর্ণ ‘জব ফেয়ার ও সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

লায়ন সি এস কে সিদ্দিক ফরহাদ চৌধুরীর মৃত্যুতে জনকল্যাণ আবাসিক সমিতির শোক

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৪৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক 

লায়ন সি এস কে সিদ্দিক ফরহাদ চৌধুরীর মৃত্যুতে জনকল্যাণ আবাসিক সমিতির শোক চট্টগ্রাম মহানগরের পশ্চিম বাকলিয়া ১৭ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক ও জনকল্যাণ আবাসিক সমিতির সাবেক সভাপতি লায়ন সি এস কে সিদ্দিক ফরহাদ চৌধুরী ইন্তেকাল করেছেন।

তিনি গত ২০ জানুয়ারি মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় চট্টগ্রামস্থ মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বৎসর। মরহুম লায়ন সি এস কে সিদ্দিক ফরহাদ চৌধুরী ছিলেন একজন নিবেদিত প্রাণ সমাজহিতৈষী ও দানশীল ব্যক্তি।দীর্ঘদিন ধরে তিনি পশ্চিম বাকলিয়া এলাকার সামাজিক উন্নয়ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড শিক্ষা সহায়তা ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন এবং মানবিক সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

জনকল্যাণ আবাসিক সমিতির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার অবকাঠামো উন্নয়ন সামাজিক ঐক্য গড়ে তোলা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর সততা মানবিকতা ও নেতৃত্বগুণের কারণে তিনি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন। মরহুমের মৃত্যুতে এলাকাবাসী একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারালো বলে মন্তব্য করেন স্থানীয়রা।তাঁর ইন্তেকালে পশ্চিম বাকলিয়া ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এ কে এম আরিফুল ইসলাম ডিউক গভীর শোক প্রকাশ করে বলেন লায়ন সি এস কে সিদ্দিক ফরহাদ চৌধুরী ছিলেন সমাজের জন্য নিবেদিত একজন আলোকিত মানুষ। তাঁর অবদান এলাকাবাসী চিরদিন স্মরণ করবে। জনকল্যাণ আবাসিক সমিতির সভাপতি রেজাউল করিম চৌধুরী সাধারণ সম্পাদক সজল কান্তি চৌধুরীসহ সমিতির সকল সদস্যবৃন্দ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় বলা হয় মরহুমের আদর্শ সততা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জনকল্যাণ আবাসিক সমিতি একজন অভিজ্ঞ পথপ্রদর্শক ও শুভানুধ্যায়ীকে হারিয়েছে।এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের দোয়া করেন।বার্তা প্রেরক স্বাক্ষরিত সজল কান্তি চৌধুরী


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর