শিরোনাম
বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের পাশে বিএনপি বাঁশখালীতে রওজাতুল কুরআন হিফজ মাদ্রাসা ও আন নুর ইনস্টিটিউটের নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত শিক্ষার গুণগত মানে এগিয়ে কয়া গোলাহাট উচ্চ বিদ্যালয়, সৈয়দপুরে দৃষ্টান্ত স্থাপন চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী সমর্থনে উঠান বৈঠক স্থানীয় নেতারা নির্বাচনী কৌশল ও সমর্থন জোরদার করার ওপর গুরুত্বারোপ জিয়ার পরিবারের আস্থাভাজন ও বানিয়াচং আজমিরীগঞ্জের আগামীর রূপকার আহমেদ আলী মুকিব বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) ও তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স সম্পন্ন বদলগাছীর চৌরাস্তার মোড়ে যৌথবাহিনীর অভিযানে( ৮০০ পিচ)ট্যাপেনটাডোলবড়ি সহ দুই যুবক আটক। “তারেক জিয়া পরিষদ-সিরাজগঞ্জ” এর উদ্যোগে- সিরাজগঞ্জ- (২)আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি রাব্বি হোসেন গ্রেপ্তার সিরাজগঞ্জে শীতকালীন ফসল গম, সরিষা পেঁয়াজ সহ বোরো ধানের বীজতলা পরিদর্শন করেন – যুগ্মসচিব আবু হেনা মোঃ মোস্তফা কামাল
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

“বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট চালু রাখা ও ওসমানী বিমান বন্দর থেকে বিদেশী ফ্লাইট চালুর দাবীতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভা অনুষ্ঠিত,

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৫৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

শেখ নুরুল ইসলাম,
প্রেস এন্ড পাবলিক সিটি সেক্রেটারি
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’

বাংলাদেশ বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট চালু রাখা ও সিলেটের ওসমানী বিমান বন্দর থেকে দ্রুত অন‍্যান‍্য আন্তর্জাতিক ফ্লাইট চালু রাখার দাবীতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ইষ্ট রিজিওনাল কমিটির উদ‍্যেগে গত ১৯ ই জানুয়ারী সোমবার বিকাল ২টায় পূর্ব লণ্ডনের হোয়াইট চ‍্যাপেল রোডস্থ আল হামরা রেস্টুরেন্টে এক সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠণের সাউথ ইষ্ট রিজিওনাল কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব হারুনুর রশীদের সভাপতিত্বে এবং যুগ্ম সদস‍্য সচিব আব্দুল বাছিত রফির পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠণের পেট্রণ ,কমিউনিটি নেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ হাসনাত এম হোসেইন এমবিই ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী সিংকাপনী,গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনার কমিউনিটি লিডার ও সাংবাদিক
মোহাম্মদ মকিস মনসুর ,কো-কনভেনার বিশিষ্ট ব‍্যবসায়ী ও সমাজসেবী মাসুদ আহমদ ,জিএসসি কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মাহবুব ও বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ আজম আলী ।

সভায় অন‍্যান‍্য নেতৃবৃন্দের মধ‍্যে বক্তব‍্য রাখেন মুফতি সৈয়দ মাহমুদ আলী ,কমিউনিটি নেতা আব্দুল মুকিত, সাংস্কৃতিক সংগঠক সৈয়দ কাহের, ক্রীড়া সংগঠক সৈয়দ সায়েম করিম ,ইউনিটি অব মৌলভীবাজার এর সাবেক সভাপতি আব্দুল মালিক ,দৈনিক জালালাবাদ পত্রিকার ডাইরেক্টর শাহ শেরওয়ান কামালী, মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি আহমদ সাদিক ,গ্রেটার সিলেট কমিউনিটি কেন্ট রিজিওনাল চেয়ারপার্সন মোখতার আলী ,গিয়াস উদ্দিন আহমদ ,মাষ্টার আশরাফ চৌধুরী ,টিভি উপস্থাপক ও সাংস্কৃতিক ব‍্যক্তিত্ব নুরুল ইসলাম , সাংস্কৃতিক সংগঠক হেলেন ইসলাম ,কবি আসমা মতিন ,আজম আলী, বদরুল হক মনসুর, মাসুদ চৌধুরী,
প্রমুখ ।

সভায় প্রধান অতিথি সংগঠণের পেট্রণ ,কমিউনিটি নেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ হাসনাত এম হোসেইন এমবিই বলেন – বাংলাদেশ বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট রুটে হঠাৎ করে ফ্লাইট বন্ধ করা সম্পূর্ণ অযৌক্তিক ও অন‍্যায় ।এক শ্রেনীর সিলেট বিদ্বেষী সিন্ডিকেট অন্তর্বর্তী কালীন সরকারকে বেকায়দায় ফেলানোর জন‍্য এ জঘণ‍্য কাজ করে তিন লক্ষ প্রবাসীদের প্রতি অবিচার করেছে ।

বিশেষ অতিথি প্রবীন সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী বলেন ২৪ বছর ধরে ওসমানী বিমান বন্দর আন্তর্জাতিক হওয়ার পরও বিদেশী কোন ফ্লাইট ঐ তথাকথিত সিণ্ডিকেট ওঠা নামা করতে দিচ্ছেনা ।ফলে বিমান লণ্ডন -সিলেট রুটে ১৫০০ পাউণ্ড পর্যন্ত প্রতি যাত্রীর কাছ থেকে ভাড়া আদায় করছে।ফলে পরিবার পরিজন নিয়ে অনেক পরিবার দেশে যেতে পারছেন না ।নতুন প্রজন্মের ছেলে মেয়েরা দেশ বিমুখ হচ্ছে ।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনার কমিউনিটি লিডার ও সাংবাদিক
মোহাম্মদ মকিস মনসুর বলেন -আর সোজা আঙ্গুলে ঘি উঠবেনা ।আঙ্গুলকে বাঁকা করতে হবে।কঠোর কর্মসূচী দিতে হবে ।অনির্দিষ্টকালের জন‍্য রেমিট্যান্স ও বিমান বয়কট করতে হবে ।তাই তিনি প্রবাসীদের স্বার্থে সবাইকে এক‍্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

সভাপতির বক্তব্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইষ্ট রিজিওনাল কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব হারুনুর রশীদ বৃহত্তর সিলেটবাসীর ন্যায্য দাবি মানা না হলে প্রবাসের ও দেশের সবাইকে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে গড়ে তুলা হবে বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে আজকের মিটিং সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
*********************************
শেখ নুরুল ইসলাম,
প্রেস এন্ড পাবলিক সিটি সেক্রেটারি
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’
২০ শে জানুয়ারি ২০২৫ ইংরেজি,


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর