মোঃ জালাল উদ্দিন। শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ টিটু আহমেদের পিতা, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের সম্মানিত বর্তমান চেয়ারম্যান, এলাকার প্রবীণ মুরব্বি জনাব মোঃ দুধু মিয়া ইন্তেকাল করেছেন।
তিনি আজ (১৫ জানুয়ারি ২০২৬) রাত ৮টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম দুধু মিয়া ছিলেন একজন সুপরিচিত প্রবীণ মুরব্বি ও সমাজসেবক। দীর্ঘদিন ধরে তিনি এলাকার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন। তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গলসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজা নামাজ আগামীকাল (১৬ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা ১৫ মিনিটে উত্তরসুর পশ্চিম শ্রীমঙ্গল লালবাগ শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুমের জানাজায় অংশগ্রহণের জন্য সকল মুসলিম ভাইদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।