প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ফের আন্দোলনে নেমেছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৪ জানুয়ারি) তারা রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করেন। এতে নগরজুড়ে যান চলাচলে ভোগান্তি তৈরি হয়।
এ অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটির পরিমার্জিত অধ্যাদেশের খসড়া অনুমোদনের প্রক্রিয়া চলমান রয়েছে। এমন সময়ে শিক্ষার্থীদের ধৈর্যশীল ও সহযোগিতামূলক ভূমিকা প্রত্যাশা করছে মন্ত্রণালয়। একই সঙ্গে গুজবে বিভ্রান্ত না হয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়াটি আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করে মঙ্গলবার (১৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রশাসনিক উৎকর্ষ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদা পূরণের লক্ষ্যেই অধ্যাদেশটি প্রণয়ন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খসড়াটি দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং লেজিসলেটিভ বিভাগের ভেটিং শেষে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
মন্ত্রণালয় জানায়, ইতিমধ্যে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে, যা শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উচ্চশিক্ষার এই নতুন কাঠামো বাস্তবায়নে শিক্ষক ও শিক্ষার্থীদের পেশাদারিত্ব ও ধৈর্যশীল সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করা হয়। অসম্পূর্ণ তথ্য বা গুজবে বিভ্রান্ত হয়ে যেন শিক্ষাজীবন ব্যাহত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
তবে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকালের মধ্যে দাবি বাস্তবায়নে অগ্রগতি না হলে শিক্ষার্থীদের কর্মসূচি চলমান থাকবে।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ (মিরপুর) ও তিতুমীর কলেজ—এই সাতটি সরকারি কলেজ নিয়ে দীর্ঘদিন ধরেই কাঠামোগত সংকট চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকেই এসব কলেজে নানা জটিলতা দেখা দেয়। ২০২৫ সালের জানুয়ারিতে সাত কলেজকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু নতুন বিশ্ববিদ্যালয় চূড়ান্ত হওয়ার আগেই অধিভুক্তি বাতিল করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এরপর এসব কলেজ একীভূত করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা নেয় সরকার। তবে প্রস্তাবিত অধ্যাদেশের প্রথম খসড়ায় থাকা কাঠামো নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ভিন্নমত দেখা দেয় এবং আন্দোলন শুরু হয়। এ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া পরিমার্জন করে নতুন খসড়া প্রণয়ন করে।