মানিকগঞ্জ সদর উপজেলার থ্রি স্টার ফিলিং স্টেশনে জ্বালানি তেলে ওজনে কারচুপির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বালিরটেক মালাকার বাড়ির মোড় এলাকার থ্রি স্টার ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
এসময় অভিযান সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এবিএম শামছুন্নবী তুলিপ এবং জেলা পুলিশের একটি টিম।
অভিযানকালে যাচাই করে দেখা যায়, থ্রি স্টার ফিলিং স্টেশন প্রতি লিটার অকটেন ও ডিজেলে গ্রাহকদের আনুমানিক ২০ মিলিলিটার করে কম দিচ্ছিল। এতে ভোক্তারা দীর্ঘদিন ধরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়।
অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৮ ধারায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, থ্রি স্টার ফিলিং স্টেশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কম পরিমাপে জ্বালানি বিক্রির অভিযোগ ছিল। অভিযানে তা সত্য প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্থানীয় গ্রাহকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি বাড়ানো হলে জ্বালানি বিক্রিতে অনিয়ম কমে আসবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এমন অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।