লেখক: কবি ও সাংবাদিক
মোঃ শফিকুল ইসলাম
মানব জাতির চিরশত্রু
আজাজিল শয়তান,
পথভ্রষ্ট করতে মানুষ
রক্তে প্রবাহমান।
স্রষ্টাবৈমুখ করিতে উৎসুক
প্ররোচনায় রাখে মত্ত,
মানুষ যেন ভুলে যায় তার
প্রভুর আনুগত্য।
আপন ভাইকে পর করে দেয়
পরষ্পরে লাঠালাঠি,
তবুও বুঝিনা শয়তান নাড়ছে
এসবের কলকাঠি।
পরম বন্ধু হয় চরম শত্রু
তুচ্ছ মোহ স্বার্থে,
আত্মার বাঁধন ছিন্ন করে
দ্বিধাবোধ করে না মারতে।
তবে মানুষ বুঝতে হবে
শয়তানের আগ্ৰাসন,
রবের কাছে পানাহার চাও
পাবে পরিত্রাণ।