শিরোনাম
শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত-১, আহত অর্ধশতাধিক! ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিরিন আক্তারের ইন্তেকাল বাঁশখালী ঋষিধামে আধ্যাত্মিক মিলনমেলা আন্তর্জাতিক ঋষি সম্মেলনে মানবতা, অদ্বৈত দর্শন ও নৈতিকতার আহ্বান রাজশাহী-০৬ আসনে নির্বাচনী প্রচারণায় অধ্যক্ষ নাজমুল হক নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাহিরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

কামারখন্দে শৈতপ্রবাহে বোরো বীজতলা ও অন্যান্য ফসলের যত্ন ও পরিচর্যায় করনীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত  

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ  / ৬৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ 

 

সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায়  বিভিন্ন ব্লকে চলমান শৈতপ্রবাহে বোরো ধানের বীজতলা ও অন্যান্য রবি ফসলের যত্ন ও পরিচর্যায় করনীয় বিষয়ে কৃষকদের সাথে মতবিনিময় ও উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে –

 

মঙ্গলবার (৬জানুয়ারি-২০২৬খ্রি.) কামারখন্দ উপজেলার   ঝাঐল, পাইকশা, রসুলপুর,  মধ্যভদ্রঘাট প্রভৃতি ব্লকে কৃষকদের সাথে এই মতবিনিময় সভা ও উঠোন বৈঠক মতবিনিময় সভায়-কামারখন্দ  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন চন্দ্র বর্মন,  অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ মিশু আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার  তাসলিম হাসান,  সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার  এস, এম, আতোয়ার হোসেন এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন ।  অনুষ্ঠানে আরও উপস্থিত কর্মকর্তারা জানান চলমান শৈতপ্রবাহে বোরো ধানের চারাগাছ হলুদ হয়ে যেতে পারে,  চারাগাছ দূর্বল ও লাল হয়ে কোল্ড ইনজুরিতে ধানের চারা মারা যেতে পারে। তাই চারাগাছ হলুদ হয়ে গেলে প্রতি শতাংশে ২৮০ গ্রাম করে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে।  এরপরও গাছ সবুজ না হলে প্রতি শতকে ৪০০ গ্রাম করে জিপসাম ব্যাবহার করতে হবে।  তাছাড়া  ঠান্ডা আবহাওয়ার কারণে বোরো ধানের চারা পোড়া রোগ দেখা দিতে পারে।  রোগ দেখা দিলে এ্যাজোক্সিস্ট্রবিন অথবা পাইরাক্লোস্ট্রবিন গ্রুপের ছত্রাক নাশক স্প্রে করতে হবে।  অতিরিক্ত ঠান্ডার সময় বোরো ধানের বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে বিকাল ৩ টা  হতে পরদিন সকাল ১০ টা পর্যন্ত ঢেকে রাখতে হবে। পরদিন সকালে চারার উপর জমাকৃত শিশির লাঠি/ রশির সাহায্যে ঝরিয়ে দিতে হবে৷ বক্তারা এসময় সরিষা, আলু, ডালজাতীয়সহ বিভিন্ন রবি ফসলের যত্ন ও পরিচর্যায় এ সময়ে কী করনীয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং পাশ্ববর্তী বোরোধানের বীজতলায় কৃষকদের নিয়ে গিয়ে সরেজমিনে বীজতলার পরিচর্যার বিষয়ে হাতে কলমে অর্থাৎ ব্যবহারিক ধারণা দেন। উপজেলা কৃষি অফিসার জনাব রতন চন্দ্র বর্মন বলেন কৃষি ও কৃষকের স্বার্থে এই ধরনের উঠোন বৈঠক ও মতবিনিময় সভার মাধ্যমে কৃষকদের পরামর্শ সেবাদানের এই কার্যক্রম চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর