শিরোনাম
৪ দশকের রাজনৈতিক অধ্যায়ের ইতি: বিএনপি থেকে মাহাবুব মাস্টারের পদত্যাগ; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে- বহুলীতে বিএনপির নির্বাচনী পথসভা, নারীসমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত — ধর্মব্যবসায়ী একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে- বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু *ওমানের শ্রমবাজারে নতুন করে কর্মী পাঠানোর সুযোগ পাবেন বাংলাদেশ;* শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত-১, আহত অর্ধশতাধিক! ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিরিন আক্তারের ইন্তেকাল বাঁশখালী ঋষিধামে আধ্যাত্মিক মিলনমেলা আন্তর্জাতিক ঋষি সম্মেলনে মানবতা, অদ্বৈত দর্শন ও নৈতিকতার আহ্বান রাজশাহী-০৬ আসনে নির্বাচনী প্রচারণায় অধ্যক্ষ নাজমুল হক নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের।
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

রুমায় মারমা ওয়েলফেয়ার ত্রি-বার্ষিক নির্বাচন-১৯জানুয়ারি

প্রমথ আলো / ৬৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

রুমা প্রতিনিধিঃ

বান্দরবানে রুমায় মারমা সম্প্রদায়ের একমাত্র সামাজিক সংগঠন “মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (মাওএ) ত্রি-বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৯জানুয়ারি) দুপুরে রুমা বাজার সংলগ্নে মাওএ ভবনে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

 

তফসিল ঘোষণা করেন মাওএ ‘ র এডহক কমিটির আহ্বায়ক ও রুমা সাঙ্গু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুইপ্রুচিং মারমা।

রুমা প্রেস ক্লাবের সভাপতি ও মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি শৈহ্লাচিং মার্মা, মাওএ এডহক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মার্মা, চিংশৈথুই মার্মা, মাজাইনু মার্মা, জুলিমং মার্মা ও সাংবাদিক উবাসিং মার্মা সহ মারমা সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ব্রিফিংয়ে বলা হয়,

আগামী ১৯ জানুয়ারি ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

এই নির্বাচনের মাধ্যমে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক , কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক এই চারটি পদে সরাসরি ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ৮ জানুয়ারি।, মনোনয়নপত্র জমাদানের শেষ ১১ জানুয়ারি। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ জানুয়ারি ।নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম নির্ধারিত ফি ৫০০ টাকা।

নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই মারমার সম্প্রদায়ের এবং রুমা উপজেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত বা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা এই নির্বাচনে প্রার্থী হতে পারবেন না—এমন শর্তও আরোপ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়,

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী, মৌজা হেডম্যান, পাড়া প্রধান কারবারি, বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি সহ সমাজে গ্রহণযোগ্যতা সম্পন্ন ব্যক্তিগণ। তারা অবশ্যই মার্মা সম্প্রদায়ের এবং রুমা উপজেলা স্থায়ী বাসিন্দা হতে হবে।

নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য ও আবেদনপত্র সংগ্রহের জন্য মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

 

এডহক কমিটির আহ্বায়ক ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি সার্বিক সহযোগিতা কামনা করেন এডহক কমিটির সদস্য সচিব সুইপ্রুচিং মারমা।

মাওএ ‘র সংশ্লিষ্ট জানায় ১৯৯০ সালে দশ-ই জুন সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে কমিটির বিয়োজন-যোজন ও কমিটি পরিবর্তন এবারই প্রথম হতে যাচ্ছে। সংগঠনটির নির্বাচনের তফসিল ঘোষিত হবার পর রুমা উপজেলায় মার্মা সম্প্রদায়ের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর