শিরোনাম
শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত-১, আহত অর্ধশতাধিক! ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিরিন আক্তারের ইন্তেকাল বাঁশখালী ঋষিধামে আধ্যাত্মিক মিলনমেলা আন্তর্জাতিক ঋষি সম্মেলনে মানবতা, অদ্বৈত দর্শন ও নৈতিকতার আহ্বান রাজশাহী-০৬ আসনে নির্বাচনী প্রচারণায় অধ্যক্ষ নাজমুল হক নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাহিরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

বাঁশখালী কালীপুরে নজির আহমদের কূলখানি ও জেয়াফত অনুষ্ঠিত, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের অংশগ্রহণ

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৯৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম,চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুরে বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মোহাম্মদ তাহের সিকদারের পিতা মরহুম জনাব নজির আহমদের কূলখানি, জেয়াফত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আবু তাহেরের পরিবারের উদ্যোগে আয়োজিত জেয়াফতে দলীয় সিনিয়র নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

কূলখানি ও জেয়াফত অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও বাঁশখালী থেকে জাতীয়তাবাদী বিএনপি’র মনোনয়ন প্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, জেলা পিপি অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, সাবেক পৌর মেয়র ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার মোহাম্মদ লোকমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, বৈলছড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের। পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক রাসেল ইকবাল মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ, বাঁশখালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শোয়াইবুর রহমান কায়েস, বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হেফাজ উদ্দীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার হোসাইন, এডভোকেট মিজানুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ফরহাদ হোসেন আসিফ ও মোঃ আব্দুস ছবুরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, মরহুম নজির আহমদ ছিলেন একজন সৎ, ধর্মভীরু ও সমাজকল্যাণে নিবেদিত মানুষ। তাঁর মৃত্যু শুধু পরিবারের নয়, পুরো বাঁশখালী এলাকার জন্য অপূরণীয় ক্ষতি। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এই কামনা করেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর