নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর উপজেলার মদনপুর ইউনিয়নের এলাকায় চাঞ্চল্যকর একটি বিয়ের ঘটনায় এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়া তার মেয়ে বিথিকে পুরান বগুড়ার স্থানীয় মকবুল গুল ফ্যাক্টরির স্বত্বাধিকারী শাজাহান আলী সম্রাটের সঙ্গে বিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগকারীদের দাবি, এ বিয়ে সম্পন্ন করা হয়েছে সম্রাটের দ্বিতীয় স্ত্রী মোছা: আলেয়া আক্তার আলোর অনুমতি ছাড়াই এবং তাকে কোনো ধরনের ডিভোর্স না দিয়েই।
ভুক্তভোগী পক্ষের অভিযোগ অনুযায়ী, শাজাহান আলী সম্রাটের সঙ্গে আলেয়া আক্তার আলোর বৈধ দাম্পত্য সম্পর্ক বিদ্যমান থাকা সত্ত্বেও গোপনে এই বিয়ে সম্পন্ন করা হয়। এতে সামাজিক ও ধর্মীয় বিধি লঙ্ঘনের পাশাপাশি একজন বৈধ স্ত্রীর অধিকার খর্ব করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি প্রকাশ্যে আসার পর মদনপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টিকে নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধের পরিপন্থী হিসেবে দেখছেন।
এ বিষয়ে অভিযুক্ত বাচ্চু মিয়া ও শাজাহান আলী সম্রাটের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। অপরদিকে, মোছা: আলেয়া আক্তার আলোর পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথাও শোনা যাচ্ছে।
ঘটনাটি নিয়ে প্রশাসনের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল, যাতে বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হয়।