মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ৫২, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীনের (যাচাই-বাছাই শেষে) মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্তৃপক্ষ।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে গোদাগাড়ী ও তানোর উপজেলার বিএনপি নেতাকর্মী এবং সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা এই সিদ্ধান্তকে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।
মনোনয়ন বৈধ হওয়ায় মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, একজন সুশৃঙ্খল, দেশপ্রেমিক ও অভিজ্ঞ সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তিনি গোদাগাড়ী-তানোর আসনের দীর্ঘদিনের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করতে সক্ষম হবেন।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতারা জানান, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীন নির্বাচনী মাঠে এগিয়ে যাবেন। তারা বিশ্বাস করেন, এই আসনের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হিসেবেই ধানের শীষে ভোট দেবে।
গোদাগাড়ী-তানোর আসনে নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা ও প্রত্যাশা।