মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোর চক্রটি খানপাড়া এলাকার একটি ফাঁকা স্থানে অবস্থিত বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমার খুলে নেওয়ার চেষ্টা করে। এসময় ট্রান্সফরমার সঙ্গে লাগানো শিকল ও তালা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন চোর চক্রের এক সদস্য। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ওপর থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ট্রান্সফরমারটি খুলে নেওয়ার আগেই দুর্ঘটনা ঘটে। পরে রাতের শেষ ভাগে চোর চক্রের অন্যান্য সদস্য নিহতের মরদেহটি টেনে কিছুটা দূরে রেখে পালিয়ে যায়।
শুক্রবার সকালে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের জানালে বিষয়টি জানাজানি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগেও ওই এলাকার পাশের একটি বিদ্যুতের খুঁটি থেকে আরেকটি ট্রান্সফরমার চুরি হয়। শীত মৌসুম এলেই এলাকায় বিদ্যুতের সরঞ্জাম চুরির ঘটনা বেড়ে যায় বলে অভিযোগ করেন তারা।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “ট্রান্সফরমার চুরির ঘটনার সত্যতা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”