শিরোনাম
ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিরিন আক্তারের ইন্তেকাল বাঁশখালী ঋষিধামে আধ্যাত্মিক মিলনমেলা আন্তর্জাতিক ঋষি সম্মেলনে মানবতা, অদ্বৈত দর্শন ও নৈতিকতার আহ্বান রাজশাহী-০৬ আসনে নির্বাচনী প্রচারণায় অধ্যক্ষ নাজমুল হক নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাহিরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৪২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

শেফাইল উদ্দিন,ঈদগাঁও,কক্সবাজার 
কক্সবাজারের ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ মিলনমেলায় প্রাক্তন শিক্ষার্থী, তাঁদের শিক্ষক-শিক্ষিকা এবং পরিবার-পরিজনসহ বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।

দীর্ঘ ২৬ বছর পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজ নিজ কর্মস্থল, চাকরি ও শ্বশুরবাড়ি ছেড়ে প্রিয় বিদ্যাপীঠে ছুটে আসেন প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর স্বপরিবারে একে অপরের সঙ্গে সাক্ষাৎ যেন ভালোবাসা ও ভ্রাতৃত্বের এক অবিস্মরণীয় বন্ধনে রূপ নেয়। শীতের কুয়াশামাখা মনোরম পরিবেশ মিলনমেলাকে করে তোলে আরও প্রাণবন্ত ও হৃদ্যতাপূর্ণ।

মিলনমেলায় অংশগ্রহণকারী পরিবার-পরিজনসহ সবার দিনটি কেটেছে আনন্দ, স্মৃতি আর ভ্রাতৃত্বের আবেশে। দীর্ঘদিন পর সহপাঠী ও তাঁদের জীবনসঙ্গীদের সঙ্গে দেখা, হাসি-আড্ডা এবং পুরোনো দিনের গল্পে মুহূর্তগুলো হয়ে ওঠে স্মরণীয়।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ছিলেন ফরিদুল আলম, মোস্তাক আহমেদ, শহীদুল উল্লাহ কুতুবী, ছানা উল্লাহ, মিনুন নাহার, পারভিন আক্তার, সালেহা আক্তার, নুর জাহান বেগম ও সেলিনা আক্তার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক গিয়াস উদ্দিন এবং ঈদগাহ গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন অত্র ব্যাচের শিক্ষার্থী সেলিনা আক্তারের স্বামী, ঈদগাঁও কেজি স্কুলের শিক্ষক নুরুল ইসলাম।

এ মিলনমেলা সফল করতে সুদূর চট্টগ্রাম থেকে সার্বিক সহযোগিতা করেন সুমি জান্নাত চৌধুরী। দিনব্যাপী আয়োজনে শিক্ষক ও বন্ধুদের আসন গ্রহণ, প্রয়াত শিক্ষকদের মাগফিরাত কামনা, বন্ধুদের পরিচিতি পর্ব, বক্তব্য, স্মৃতিচারণ, ফটো সেশন, শিশুদের কবিতা আবৃত্তি, সতীর্থ আড্ডা ও মেমোরি কার্ড তৈরিসহ নানা আয়োজনে সবাই আনন্দে মেতে ওঠেন।

অনুষ্ঠান সফল করতে সর্বাত্মক সহযোগিতার জন্য শিক্ষক নুরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর