আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এস.বি.রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজের-২০২৬ খ্রি. সরকারের দেওয়া বরাদ্দকৃত স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
বৃহস্পতিবার (১জানুয়ারি-২০২৬) সকালে অত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে নতুন শিক্ষাবর্ষ-২০২৬ খ্রি. এর নতুন বই বিতরণ কার্যক্রম শুরু করেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম । এসময়ে তিনি নতুন পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে শিক্ষা কার্যক্রমের উৎসাহ উদ্দীপনা মাধ্যমে পড়া-লেখার প্রতি মনোযোগী আবহ সৃষ্টি করতেই এই বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এসময়ে এস.বি.রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজে’র সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক মন্ডলীরা উপস্থিত ছিলেন। অত্র শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। পড়ালেখার বিকল্প
কিছু নেই। সু-শিক্ষায় শিক্ষিত হয় সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। নতুন বই শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে নেবে। নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
ইংরেজি নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ কার্যক্রমে শিক্ষার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং নতুন উদ্যমে শিক্ষাবর্ষ শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন।