আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে- সিরাজগঞ্জের উল্লাপাড়া- ৬৫ (৪ ) আসনের জাতীয় পাটির মনোনীত প্রার্থী জাতীয় তাঁতী পাটি’র সদস্য সচিব ও সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা সিনিয়র সহ-সভাপতি মোঃ হিল্টন প্রামানিক, সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা ৬৭-(৬) জাতীয় পাটির মনোনীত প্রার্থী মোঃ মোক্তার হোসেন- জেলা রিটার্নিং অফিসার ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন।
এসময়ে সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা পাশে উপস্থিত ছিলেন। সোমবার ( ২৯ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টার দিকে- সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ শাখার কক্ষে উক্ত মনোনয়নপত্র দাখিল করেন। এসময়ে সিরাজগঞ্জ জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল জলিল উপস্থিত ছিলেন।
জানা যায় যে,সিরাজগঞ্জে জাতীয় পাটির মনোনয়ন প্রাপ্তরা হলেন-সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সিরাজগঞ্জ সদরের একাংশ) আসনে জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ফজলুল হক, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) হিল্টন প্রামানিক,
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আকবর হোসেন মোল্লা ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মোক্তার হোসেন।