শিরোনাম
বাঁশখালী ঋষিধামে আধ্যাত্মিক মিলনমেলা আন্তর্জাতিক ঋষি সম্মেলনে মানবতা, অদ্বৈত দর্শন ও নৈতিকতার আহ্বান রাজশাহী-০৬ আসনে নির্বাচনী প্রচারণায় অধ্যক্ষ নাজমুল হক নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাহিরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে জাঁকজমকপূর্ণ ‘জব ফেয়ার ও সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ–৩ আসনে বিএনপি প্রার্থী আয়নুলের মনোনয়নপত্র দাখিল 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৮২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সিরাজগঞ্জ–০৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন-  সাবেক ভিপি আয়নুল হক।
 সোমবার (২৯ডিসেম্বর-২০২৫খ্রি.)  সকাল ১১টার দিকে-  পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি রায়গঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের আগে রায়গঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, বেগম খালেদা জিয়ার সুস্থতা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মনোনয়নপত্র জমা শেষে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই সাবেক ভিপি আয়নুল হক নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি নির্বাচন কমিশনের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। এসময় ভিপি আয়নুল হক বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে সিরাজগঞ্জ–৩ আসনের জনগণের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।

দলীয় নেতাকর্মীরা জানান, সিরাজগঞ্জ–০৩ আসনে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সাবেক ভিপি আয়নুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা বিশ্বাস করেন। সাবেক ভিপি আয়নুল হক বর্তমানে জেলা বিএনপি, সিরাজগঞ্জের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান, রায়গঞ্জ এবং রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ থেকে তিনি তিনবার ভিপি নির্বাচিত হন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের উপজেলা ও জেলা পর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৯০খ্রি. স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৯৬ খ্রি. সাত দলীয় ঐক্যজোট এবং ২০০১ খ্রি. চার দলীয় ঐক্যজোটের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বিগত সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তার বিরুদ্ধে ১৭টি মামলা হয় এবং তিনি ছয়বার কারাবরণ করেন। এর আগে ১/১১ পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আন্দোলনে অংশগ্রহণের কারণে গ্রেপ্তার হয়ে দীর্ঘ সময় কারাভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর